কবে ভোটের লাইনে বাংলা? আজই দিন ঘোষণা, জানিয়ে দিল নির্বাচন কমিশন

অবশেষে আজই সেই মাহেন্দ্রক্ষণ। কবে বহু প্রতিক্ষিত ভোট আজই ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেল সাড়ে চারটেয় সাংবাদিক বৈঠক করে ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত কয়েক মাস ধরে এই দিনের অপেক্ষাতেই প্রহর গুণছেন রাজ্যবাস। অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলগুলিও।

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News