একুশে বাংলা-সহ ৫ রাজ্যের ভোট পরিচালনার পর অব্যহতি নেবেন সুনীল অরোরা

২০২১ সালের এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের শীর্ষ পদে রয়েছেন সুনীল অরোরা। সেই বিচারে বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচনই তাঁর শেষ দায়িত্ব। এই দায়িত্ব পালনের পরই তিনি অবসর নেবেন। এর আগে তিনি কমপক্ষে দশটি রাজ্যের নির্বাচনের তদারকি করেছেন। আরে মাঝে ২০১৯-এ লোকসভা ভোটও হয়েছে তাঁর নেতৃত্বে।

সুনীল অরোরা প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগে ২০১৮ সালের শেষের দিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঝপথে তিনি আকর্ষণীয়ভাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাঁর অধীনে নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর পাঁচটি রাজ্যের গণনা অনুশীলন পরিচালিত হয়েছিল।

১৯৫৬ সালের ১৩ এপ্রিল পঞ্জাবের হোশিয়ারপুরে জন্মগ্রহণ করেন সুনীল অরোরা। রাজস্থান ক্যাডারের প্রাক্তন আইএএস ৩৬ বছরের চাকরি জীবনে বিভিন্ন সংস্থার প্রধান পদে দায়িত্ব পালন করেছেন। তার অন্যতম প্রধান প্রোফাইল ২০০২ সাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং এয়ার ইন্ডিয়া ও ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

নির্বাচনের কমিশনের শীর্ষ পদে থেকে অরোরা সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড, দিল্লি, বিহারের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের রাজ্যে ভোটগ্রহণের তদারকি করেন। এবার পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলেন তিনি। বাংলা, অসমস, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটগ্রহণই তাঁর শেষ দায়িত্ব।

More ASSEMBLY ELECTION News