মহারাষ্ট্রে ফিরল করোনা
করোনা ভাইরাসের আবহে দেশের সীমিত সংখ্যক মাঠে আইপিএল ২০২১ আয়োজন করার মনস্থ করে বিসিসিআই। ঠিক হয় যে মহারাষ্ট্র-স্থিত মাঠ অর্থাৎ মুম্বই, নবি মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেবোর্ন, ডিওয়াই পাটিল ও রিলায়েন্স স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। কিন্তু মুম্বইতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পৌঁছে যাওয়ায় বিসিসিআই সেই ভাবনা পুনর্বিবেচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মহারাষ্ট্রের কোনও মাঠে আাইপিএল ২০২১-এর ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
চার শহরে নজর
তবে হাল ছাড়তে রাজি নয় বিসিসিআই। করোনা ভাইরাসের আবহে মহারাষ্ট্রে সম্ভব না হলে দেশের অন্য চার শহরে আইপিএল ২০২১-এর লিগের ম্যাচগুলি হবে বলে আভাস মিলিছে। কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাইকে এই কাজের জন্য বিসিসিআই বেছে নিতে পারে বলে সূত্রের খবর।
কোথায় হবে নক আউট
নতুন ভাবে গড়ে ওঠা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিব রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত। দুই দলের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচও একই মাঠে হবে। ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হবে। তারই রেশ নিয়ে ফাইনাল সহ আইপিএল ২০২১-এর নক আউট স্তরের সবকটি ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বলে খবর।
কবে থেকে শুরু আইপিএল
এখনও পর্যন্ত যা খবর আগামী এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল ২০২১। মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। খুব বড় অঘটন না ঘটলে কিংবা করোনা ভাইরাসের প্রভাব সব ওলোট-পালোট না করে দিলে ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্ট।