কারণ আন্তর্জাতিক বাজার, শেয়ারবাজার খুলতেই ধাক্কা, পতন নিফটিতেও

বাজার খুলতেই জোর ধাক্কা শেয়ার বাজারে। প্রায় ১০০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। নিফটিতেও মন্দা। শেয়ার বাজারের পতনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ,এইচডিএফসি,আইসিআইসি ব্যাঙ্গ। প্রায় ৩০টি কোম্পানির শেয়ার পড়তে শুরু করে। প্রায় ৪৯.৯৫০.৭০ পর্যন্ত পড়েেছ শেয়ার বাজার।

নিফটির অবস্থাও সকাল থেকে ভাল না। ২৭০.৪০ পয়েন্ট থেকে শুরু হয়েছে নিফটি। প্রায় ১.৭৯ শতাংশ কম। খুব একটা ভাল অবস্থা নয় শেয়ারবাজার ও নিফটির। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি, এম অ্যান্ড এম, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক,রিলায়েন্স ইন্ডাস্ট্রিদ ও টেক মাহিন্দ্রা।

অন্যদিকে এই পতনেও লাভের মুখ দেখেছে নেসলে ইন্ডিয়া, মারুতি, এইচইউএল,ভারতী এয়ারটেল। আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থাও খারাপ। সকাল থেকেই মন্দা চলছে বাজারে। এদিকে ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে গতকালই সুখবর শুনিয়েছে মুডিজ। যদিও পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে হু হু করে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করবে বলে অভিযোগ।

More SENSEX News