দিলীপ ঘোষের একটি পোস্টারেই জল্পনা
সামনেই বিজেপির ব্রিগেড সমাবেশ। মোদীর নেতৃত্বে ব্রিগেড সমাবেশের আগে দিলীপ ঘোষের একটি পোস্টারেই জল্পনা ছড়িয়েছে। তবে কি দিলীপ ঘোষই বিজেপির মুখ্যমন্ত্রী মুখ! সম্প্রতি দিলীপ ঘোষকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে সমাোলেচিত হন সৌমিত্র খান। তারপর দিলীপ ঘোষের এই পোস্টার ঘিরে প্রবল জল্পনা।
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 26, 2021 |
মোদী আর একা দিলীপ, ব্যাকগ্রাউন্ডে বাংলার মানচিত্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের জন্য তৈরি হয়েছে একটি পোস্টারে। সেই পোস্টারে দেখা যাচ্ছে মোদী ছাড়া একা দিলীপ ঘোষকে। ব্যাকগ্রাউন্ডে বাংলার মানচিত্র। তার সঙ্গে পদ্মফুলের ছবি। এই কোলাজেই লুকিয়ে জল্পনা। তবে কি বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেই দিলীপ ঘোষই। তাঁকে সামনে রেখেই এবারের লড়াই, জল্পনা কিছুতেই পিছু ছাড়ছে না।
জল্পনা উসকে দিয়েছে একটি পোস্টার
৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশের মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোগী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সভা থেকেই একপ্রকার স্পষ্ট হয়ে যাবে কাকে মুখ করে এবার বাংলায় নির্বাচনী লড়াই লড়তে চলেছে বিজেপি। ব্রিগেড সমাবেশের আগে সেই নাম নিয়ে জল্পনাই উসকে দিয়েছে একটি পোস্টার।
প্রধানমন্ত্রীর পাশে রাখা হয়েছে একা দিলীপকে
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই পোস্টার নিজেই টুইট করেছেন। যদিও এই পোস্টারকে নিয়ে জল্পনা সমূলে উৎখাত করেছেন বিজেপি নেতারা। বিজেপির দাবি, ব্রিগেড সমাবেশের প্রচারের স্বার্থেই ওই পোস্টার করা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা নির্বাচনে মুখের কোনও সম্পর্ক নেই। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই যুক্তি মানছেন না, যেভাবে প্রধানমন্ত্রীর পাশে রাখা হয়েছে একা দিলীপকে তাঁরা আগামীর পূর্বভাস বলে মনে করছেন।