মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভেন্যু পরিবর্তন করার কথা ভাবছে বিসিসিআই৷ কোভিড-১৯ কথা ভাবে মহারাষ্ট্র থেকে ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি সরানোর কথা ভাবা হচ্ছে৷ ২৩ থেকে ২৮ মার্চ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হওয়ার কথা পুণেতে৷
টেস্ট ও টি-২০ সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত৷ ওয়ান ডে সিরিজের ম্যাচ গুলি হওয়ার কথা মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে পুণেতে৷ কিন্তু মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওয়ান ডে অন্যত্র আয়োজন করার কথা ভাবচ্ছে বিসিসিআই৷ বৃহস্পতিবারই নতুন করে মহারাষ্ট্রে ৮ হাজার জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে৷ একই দিনে মুম্বইয়ে ১১০০ মানুষের কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে এসেছে৷
এই মুহূর্তে আমদাবাদে টেস্ট সিরিজ খেলছে ভারত ও ইংল্যান্ড৷ চেন্নাইয়ে বায়ো-বাবলে থেকে প্রথম দু’টি টেস্ট খেলার পর আমদাবাদে সিরিজের শেষ দু’টি টেস্ট খেলছে দুই দল৷ বৃহস্পতিবারই শেষ হয়েছে সিরিজের তৃতীয় তথা পিঙ্ক বল টেস্ট৷ মোতেরায় নরেন্দ্র মোদী নামাঙ্কিত নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিয়েছিল বিসিসিআই৷ সিরিজের শেষ টেস্টেও একই নিয়ম বলবৎ রেখেছে বোর্ড৷ ৪ মার্চ থেকে এখানেই হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট৷
টেস্ট সিরিজের পর আমদাবাদেই হওয়ার কথা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ৷ তারপর দুই দলের পুণে উড়ে যাওয়ার কথা৷ কিন্তু হঠাৎ করে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুণে থেকে ওয়ান ডে সিরিজের ম্যাচ গুলি সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবচ্ছে বিসিসিআই৷ এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড৷
টেস্ট সিরিজের পর টি-২০ ও ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ ১২ মার্চ থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজের জন্য কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ড ও ভারতীয় দলের সদস্যদের আমদাবাদে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.