বিমান যাত্রীদের জন্য সুখবর!‌ চেক–ইন লাগেজ না থাকলে ছাড় পাওয়া যাবে ভাড়ায়

বিমান যাত্রীরা এবার কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন। কারণ এবার থেকে যদি চেক–ইন লাগেজ না থাকলে ছাড় মিলবে বিমান ভাড়াতে। শুক্রবারই ডিজিসিএ–এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতে সব বিমানের ভাড়া বৃদ্ধি করে দেওয়ায় যাত্রীদের মাথায় হাত পড়েছিল।

চেক-ইন ব্যাগেজ থাকলে তাদের যা ভাড়া দিতে হত তাই দিতে হবে। যাদের সঙ্গে লাগেজ ব্যাগ নেই বা শুধু কেবিন ব্যাগ আছে তাদের লাগেজ ব্যাগের ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। বিমান পরিবহন নিয়ামক জানিয়েছে যে যাত্রীদের কাছ থেকে এ সংক্রান্ত প্রতিক্রিয়া পাওয়ার পরই সরকার নির্দিষ্ট এই পরিষেবা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিমান যাত্রা আরও সাশ্রয়ী ও যাত্রীদের জন্য সহজলভ্য করার লক্ষ্যেই এই পদক্ষেপ। নিজের পছন্দ অনুযায়ী আসন, মিল বা স্ন্যাকস বা পানীয়র মূল্য, ক্রীড়া সংক্রান্ত জিনিসের ওপর মূল্য, সঙ্গীত সংক্রান্ত যন্ত্রাদি রাখার জন্য বিমানের লাউঞ্জ ব্যবহারের ওপর মূল্য ধার্য করা হবে বলে জানা গিয়েছে।

এতদিন বিমানে যাত্রা করতে হলে ৭ কিলো কেবিনে এবং ১৫ কিলো চেক-ইন-ব্যাগেজের জন্য একই ভাড়া দিতে হত। যারা চেক-ইন ব্যাগেজ নিতেন না তাদেরও দিতে হত তার ভাড়া। নতুন নিয়মে বলা হয়েছে, যে বা যারা শুধু চেক ইন ব্যাগেজ আনবেন না বা শুধু কেবিন ব্যাগেজ আনবেন তাদের ভাড়া কম নেওয়া হবে। নিজের সঙ্গে কী ধরনের লাগেজ রয়েছে বিমানের টিকিট বুকিং করার সময় তা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে তাদের নো চেক ইন ব্যাগেজ/ জিরো ব্যাগেজ অপশনটি বেছে নিতে হবে। তবেই মকুব করা হবে লাগেজের ভাড়া।

এই শর্ত সাপেক্ষে যে এই জাতীয় ভাড়া প্রকল্পের অধীনে যাত্রী বুকিং টিকিট চার্জ সম্পর্কে সচেতন করা হবে তবে যদি যাত্রী বিমানবন্দর কাউন্টারে চেক ইন করার জন্য যাত্রী ব্যাগেজ সরিয়ে নিলে তা প্রযোজ্য হবে না। এই প্রযোজ্য চার্জগুলি যুক্তিসঙ্গত হবে, টিকিট বুকিংয়ের সময় যাত্রীর কাছে বিশেষভাবে প্রদর্শিত হবে এবং টিকিটে মুদ্রিতও হবে বলে জানিয়েছে ডিজিসিএ কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ-সংযুক্তিকরণ নিয়ে প্রতিবাদ, নেতৃত্বের সলতে পাকাচ্ছে কলকাতা

More FLIGHT News