সোনার দাম ২৬ ফেব্রুয়ারি
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে এদিন ০.১২ শতাংশ বেড়েছে। এদিনের দামের গতিতে দেখা গিয়েছে, সোনার দাম ১০ গ্রামে ৪৬,২৯৭ টাকা হয়েছে।
রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে ৬৮,৯৮৯ টাকা হয়েছে। এদিন রুরো দর ০.৪ শতাংশ নেমেছে। তবে ৭০ হাজারের থেকে আপাতত অনেকটাই কম রুপোর দাম ।
কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৫,৫৪০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় দাঁড়িয়েছে ৪৮,৬৪০ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৩,৬৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৬০০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৭৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৭৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫,৯৪০ টাকা ২২ ক্যারেটে দাম, ২৪ ক্যারেটে ৪৮,৬৪০ টাকা দাম।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)