অসম বিধানসভা ভোট ২০২১ এর ফলাফল ঘোষণা ২ মে, ভোট হচ্ছে ৩ দফায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘোষিত হল ২০২১ সালের অসম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা যাচ্ছিল যে সম্ভবত ২ থেকে ৩ দফায় অসমে ভোট হতে পারে। আর এদিন যাবতীয় জল্পনা কাটিয়ে নির্বাচন কমিশন ভোট দামামা বাজিয়ে দিল। এদিন অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরির ভোটের তারিখ, দফা ঘোষণা করে কমিশন।

১২৬ আসনে অসমের ভোট ও রাজনৈতিক দল

২০২১ সালে অসম বিধানসভা ভোটের লড়াই হতে চলেছে ১২৬ আসনে। মূলত, বিজেপি জোটের সঙ্গে কংগ্রেস জোটের ক্লোজ ফাইটই এই রাজ্যে রাজনৈতিক আঙিনার আলোচ্য বিষয়। এদিকে, বামেদের আসন সংখ্যাও রাজনৈতিক বিশ্লেষকদের নজরে থাকছে। এদিকে, রাজনৈতিক আঙিনায় ভোট অঙ্কের হিসাবে অলইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট , বোড়ো পিপলস পার্টি, গন মোর্চা, অসম গণপরিষদইউ পিপিএলের মতো দল নজর কাড়তে শুরু করেছে।

অসমে ভোট ফ্যাক্টর

অসমের ভোটে আলাদা করে নজর কাড়ছে সিএএ থেকে এনআরসি ইস্যু। রাহুল গান্ধী এরাজ্যে সফরে এসেই সিএএ নিয়ে পারদ চড়ান। এদিকে, বিজেপি সরব হয়েছে অসমের বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে। এমন এক প্রেক্ষাপটে কার্যত বাংলার মতো অমের ভোট পর্বও মেরুকরণের দিকে যায় কি না, সেদিকে নজর সকলের।

২০১৬ সালে অসমে ভোটের রাজনৈতিক অঙ্ক

২০১৬ সালে অসমে ২ দফায় ভোট সম্পন্ন হয়েছিল। সেবার ২০০১ সাল থেকে রাজ্যের মসনদে থাকা কংগ্রেসের তরুণ গগৈ সরকারকে উৎখাত করে ফেলেছিল বিজেপির সর্বানন্দ সোনোয়ালরা। বিজেপি জোটের তরফে ৮৪ আসেন লড়ে পদ্ম শিবির ৬০ টিতে জয় পেয়েছিল। কংগ্রেস ১২২ আসনে লড়ে ২৬ টিতে জয় পায়। ৮৪.৭২ শতাংশ ভোটার ২০১৬ সালের ভোটে ভোট দান করেছিলেন বলে তথ্য মিলছে। এই ভোটার সংখ্যা ২০১১ সালের ভোটের থেকে ৭৫ শতাংশ বেশি ছিল। সেবার ২০১৬ সালের ১৯ মে ভোট গণনা হয়েছিল।

এরপর ২০২১ সালে অসমে কী ঘটে, সেদিকে নজর সকলের।

অসমের ভোট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য

অসমে সরকারের মেয়াদ ৩১ মে পর্যন্ত রয়েছে বলে জানান সুনীল অরোরা। অসমে ২০২১ সালে ৩৩,৫৩০ টি পেলিং স্টেশন থাকবে। সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র এক তলায় হবে। কোভিড নিয়ে আলাদা সতর্কতা হবে। ভোটগ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হল। বিহু মাথায় রেখে ভোট গ্রহণের দিকে নজর দেওয়া হবে। কমিশনের নজরে থাকছে পরীক্ষাগুলিও।

ভোটের দিন ক্ষণ

৩ দফায় হবে নির্বাচন। প্রথম দফা নোটিফিকেশনে তারিখ ২ মার্চ। ৪৭ অসনে হবে প্রথন দফার ভোট। নমিনেশনের শেষ দিন ৯ মার্চ। স্ক্রুটিনির দিন ১০ মার্চ।নমিনেশন তুলে নেওয়া যাবে ১৩ মার্চ। ভোট ২৭ মার্চ হবে প্রথম দফায়। এদিন সুনীল অরোরা জানান, ২ মে ভোটের ফলাফল ঘোষণা হবে। অসমের দ্বিতীয় দফায় ৩৯ আসনে ভোট হবে। নোটিফিকেশন দেওয়া যাবে ৫ মার্চ। নমিনেশনের শেষ দিন ১২ মার্চ। ১৭ মার্চ রয়েছে নমিনেশন তোলার শেষ দিন। দ্বিতীয় দফার আসমে ভোট হবে ১ এপ্রিল। অসমের তৃতীয় দফার ভোট হবে ৪০ টি আসন নিয়ে। ভোট হবে ৬ এপ্রিল। ১২ মার্চ নোটিফিকেশন দেওয়ার প্রথম দিন । ২০ মার্চ নমিনেশনের স্কুটিনি। ১৯ মার্চ নমিনেশনের প্রথম দিন। নমিনেশন তোলা য়াহে ২২ মার্চ।

More ASSAM ASSEMBLY ELECTION 2021 News