ভারত বনাম ইংল্যান্ড মহারণে একশো টেস্টের আগে ইশান্তের সেরা চার স্পেলে নজর ফেরানো যাক

আর কয়েক ঘণ্টার মধ্যে আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দিন রাতের ফর্ম্যাটে শুরু হতে চলা এই পাঁচ দিনের মোকাবিলা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। একই ম্যাচে ১০০তম টেস্ট খেলতে নেমে ইতিহাস রচনা করতে চলেছেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। তাঁর সেরা চার বোলিং স্পেলে নজর ফেরানো যাক।

২০১৪ সালের লর্ডস

২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই টেস্ট সিরিজের লর্ডস ম্যাচে ৭৪ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। সেই স্পেলের পর ১৯৮৬ সালের পর আবারও লর্ডসে টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া।

২০১৮ সালের বার্মিংহাম

২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টে বাইশ গজে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন ইশান্ত শর্মা। ওই ম্যাচে ৫১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। যদিও ৩১ রানে টেস্ট ম্যাচ হেরেছিল ভারত।

২০১৪ সালের ওয়েলিংটন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৪ সালের ওয়েলিংটন টেস্টে ৫১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতকে জেতার মতো পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলেন ইশান্ত শর্মা। তবে ত্রিশতরান হাঁকিয়ে টিম ইন্ডিয়ার আশাতে জল ঢেলে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকুলাম।

২০১৯-এর দিন রাতের টেস্ট

২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম দিন রাতের টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক ওই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম ইনিংসে ২২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার।

More INDIA VS ENGLAND 2021 News