কৃষি আইনের প্রতিবাদে মরণপণ, আমৃত্যু অনশনের হুঁশিয়ারি শহিদ ভগত সিংয়ের ভাইপোর

কৃষি আইনের প্রতিবাদে এবার ময়দানে শহিদ ভগত সিংয়ের ভাইপো অভয় সান্ধু। কৃষি আইনের না ফেরাণো পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন। নতুন করে চাপ বেড়েছে মোদী সরকারের। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত ২ মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা। লালকেল্লা অভিযানের পর কৃষকদের কোণঠাসা করার চেষ্টা করা হলেও মোদী সরকারের কৌশল খুব একটা ধোপে টেকেনি। উল্টে দ্বিগুণ উৎসাকে আন্দোলনে সামিল হয়েছেন কৃষকরা। গোটা দেশে ট্রাক্টর ব়্যালি করার ডাক দিয়েছেন তাঁরাষ পাঞ্জাবের কৃষকরা নতুন উদ্যোমে আন্দোলনে সামিল হয়েছেন। এবার তাতে সামিল হয়েছেন শহিদ ভগৎ সিংয়ের পরিবারের লোকেরা।

More FARMERS PROTEST News