ব্রিগেডে মোদীর জন্য 'উপহার' সাজাচ্ছে রাজ্য বিজেপি, ভোটের মুখে অপেক্ষা করছে কোন চমক?

আগামী ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে চলেছে বিজেপি৷ যে সভার মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর ওই সভাকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রচারের প্রাথমিক ঝড় তুলতে চাইছে বিজেপি৷ সেই কারণেই ব্রিগেডের জনসভায় কত সমর্থক আনতে হবে, সেই লক্ষ্যমাত্রাও বেঁধে দিল বঙ্গ বিজেপি৷ রাজ্যের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে যে মোদির জনসভায় অন্তত ১০ লক্ষ সমর্থককে হাজির করতে হবে৷

রাজ্য নেতৃত্বকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে

বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার দলের হেস্টিংস অফিস থেকে ব্রিগেডের জনসভা নিয়ে রাজ্য নেতৃত্বকে এই লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়৷ তাঁর নির্দেশ, ২০২১ এর নির্বাচনী লড়াইয়ে ব্রিগেডের সভা সবচেয়ে শ্রেষ্ঠ হতে হবে৷

কোন জোন থেকে কত সমর্থক হাজির করতে হবে?

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্বিক লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পাশাপাশি কোন জোন থেকে কত সমর্থক হাজির করতে হবে, তার আরও একটা আলাদা টার্গেটও বেঁধে দেওয়া হয়েছে৷ উত্তরবঙ্গ জোন থেকে ১ লক্ষ, নবদ্বীপ জোন থেকে ৩ লক্ষ, হাওড়া-হুগলি ও মেদনীপুর জোন থেকে ২ লক্ষ রাঢ়বঙ্গ জোন থেকে ৩ লক্ষ এবং কলকাতা জোন থেকে ১ লক্ষ সমর্থক হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে

বিজেপি সূত্রে খবর, আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে৷ সেগুলি হল, ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলা ও মণ্ডলের ব্রিগেড বৈঠক সম্পন্ন করতে হবে। ৩ মার্চের মধ্যে পরিবর্তন যাত্রা কর্মসূচি সমাপ্ত করতে হবে। মার্চ থেকে পথসভায় জোর দিতে হবে। ৪-৫ মার্চ প্রধানমন্ত্রী ব্রিগেডের আমন্ত্রণ পর্ব সমাপ্ত করতে হবে।

শহর কলকাতাকে জায়েন্ট স্ক্রিনে মুড়ে ফেলা হবে

এছাড়া বিজেপির ওই সূত্র থেকে জানা গিয়েছে, শহর কলকাতাকে জায়েন্ট স্ক্রিনে মুড়ে ফেলা হবে। ব্রিগেডের জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষ কে যোগদান করার আবেদন জানাবে রাজ্য বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার দলের হেস্টিংস অফিস এই নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

শিল্প-বিমুখ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া, মোদীকে টেক্কা দিতে সাহাগঞ্জে কোন বার্তা দেবেন মমতা?

More NARENDRA MODI News