তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হতে পারে বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
এদিন সকালে তাপমাত্রা (temperature) আরও বাড়ল। তবে এদিন সকালে কলকাতা-সহ আশপাশের জেলাগুলির দু-একটি জায়গায় কুয়াশা (fog) লক্ষ্য করা গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (weather) ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা
ফেব্রুয়ারির শেষের দিকে এগোচ্ছে দিন। ফলে পারদও চড়ছে। এদিন সকালে দিল্লির কয়েকটি অঞ্চলকে বাদ দিয়ে বিভিন্ন রাজ্যের আকাশ পরিষ্কার। তবে পশ্চিমী ঝঞ্ঝার করাণে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও লেহ-তে আকাশ মেঘলা থাকবে। উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে তাপমাত্রা ২১ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে থাকবে। এদিন পূর্ব ভারতে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওড়িশার ফুলবনিতে, ১০ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
এছাড়াও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭ (১৫.৯ )
বালুরঘাট ১৪.২ (১৪.৮)
বাঁকুড়া ১৬.৯ (১৬.৮)
ব্যারাকপুর ১৭.১ ( ১৫.১)
বহরমপুর ১৪.৪ ( ১৩.৪)
বর্ধমান ১৭ (১৬)
ক্যানিং ১৯.৪ ( ১৭ )
কোচবিহার ১৩.২ ( ১৩ )
দার্জিলিং ৮.৬ (৭.৬)
দিঘা ১৮.৮ ( ১৮ )
কলকাতা ২১ (১৮.৬)
মালদহ ১৮.৯ ( ১৮ )
পানাগড় ১৫.৪ (১৪)
পুরুলিয়া ১৪.৯ (১৪.১)
শিলিগুড়ি ১২.৭ (১২.৫ )
শ্রীনিকেতন ১৬.৩ (১৫.৪ )
সোনার দাম ২৪ ফেব্রুয়ারিও ৫০ হাজারের নিচে রইল! কলকাতায় দর কোথায় পৌঁছল