মোদী-শাহের নেতৃ্ত্বে ভরে উঠবে মায়াবী মোতেরা, দিন রাতের টেস্ট নিয়ে আশা সৌরভের
দেশের দ্বিতীয় দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে আজ। আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক এই দিনে শারীরিক বাধ্যবাধকতার জন্য মাঠে হাজির হতে না পারলেও তাঁর মন যে গোলাপী বলেই মজে রয়েছে, তা জানান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রকাশ করলেন আক্ষেপ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিসিসিআই সচিব জয় শাহের নেতৃত্বে মায়াবী মোতেরা পূর্ণ হবে বলে আশা করেছেন বোর্ড সভাপতি।
|
সৌরভের টুইট
কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদপীণ্ডে সফলভাবে দুই বার অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়েছে। আপাতত বিসিসিআই সভাপতিকে বাড়িতে বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তারা। ফলে ভারত বনাম ইংল্যান্ডের দিন রাতের টেস্ট উপলক্ষ্যে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে উপস্থিত হতে পারছেন না মহারাজ। এই ঐতিহাসিক মুহুর্তকে তিনি যে চোখে হারাবেন, তা টুইটে সাফ লিখেছেন সৌরভ। সঙ্গে আশা করেছেন, কলকাতার ইডেন দেশের প্রথম গোলাপী বলের টেস্ট যতটা সফল হয়েছিল, ততটা সফল হবে ভারত-ইংল্যান্ড ম্যাচও।

হোতা সৌরভ
অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন আগেই শুরু হয়ে যায় গোলাপী বলের টেস্ট। ভারতকে এই উদ্যোগে সামিল হওয়ার জন্য আমন্ত্রণও জানায় অজি ক্রিকেট বোর্ড। কিন্তু প্রাথমিকভাবে সেই আবেদনে সাড়া দেয়নি বিসিসিআই। তবে বরাবরই অন্য ভাবনার মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায়, বিসিসিআই সভাপতির চেয়ারে বসে দেশের মাটিতে দিন রাতের টেস্ট আয়োজন করার জন্য উদ্যোগ নেন। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া প্রথম দিন রাতের টেস্টের পদাঙ্ক অনুসরণ করেই আজ আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে মোকাবিলা শুরু হতে চলেছে।

দিন রাতের টেস্টে ভারতের পারফরম্যান্স
২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত দুটি দিন রাতের টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে জয় হাসিল করতে পারলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

ভারত বনাম ইংল্যান্ড
চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে বসে রয়েছে ভারত। এই অবস্থায় মোতেরায় যে দল জিতবে, তারা সিরিজ জয়ের দিকে একধাপ এগিয়ে যাবে।