উত্তরের সঙ্গে দক্ষিণ ভারতের দ্বন্দ্ব বাড়াতে চাইছেন! গেরুয়া শিবিরের তোপের মুখে রাহুল গান্ধী

'উত্তর বনাম দক্ষিণ'-এর বিতর্কিত মন্তব্যের জন্য রাহুল গান্ধীর উপর চরম চটেছেন বিজেপি নেতা। এই মন্তব্যের জন্য বিজেপি নেতা-নেত্রীরা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণও করেছেন। বিজেপি নেতাদের অভিযোগ, ওইনাডে উত্তর ভারতীয়দের ছোটো করেছেন 'সুযোগ সন্ধানী' রাহুল গান্ধী।

কী বলেছিলেন রাহুল গান্ধী?

উল্লেখ্য মঙ্গলবার তিরুবনন্তপুরমে রাহুল গান্ধী বলেছিলেন, 'আমি ১৫ বছর ধরে উত্তর ভারতের সাংসদ ছিলাম। আমি এক আলাদা ধরনের রাজনীতির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার জন্য কেরলে আশা খুব ভালো বদল ছিল। এখানকার মানুষরা সত্যি সত্যি আসল ইস্যুগুলো নিয়ে চিন্তিত। এখআনকার মানুষ উপর উপর দিয়ে কোনও কিছু দেখেন না, তাঁরা বিশদে যান।'

রাহুলকে আক্রমণ বিজেপির

এই মন্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছে বিজেপি নেতা-নেত্রীরা। এই বক্তব্যকে উত্তর ভারত বিরোধী হিসেবে দেখছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, এখন দক্ষিণ ভারতে ভালো ফল করার লক্ষ্যে উত্তর ভারতকে ইচ্ছে করে ছোটো করছেন কংগ্রেস নেতা। যদিও এর আগে কয়েক দশক ধরে রাহুল গান্ধী এবং তাঁর পরিবারের সদস্যরা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান থেকে জিতে সংসদে গিয়েছেন।

নাড্ডার খোঁচা

এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, 'কয়েকদিন আগেই রাহুল গান্ধী উত্তর-পূর্ব ভারতে ছিলেন। সেখানে গিয়ে তিনি পশ্চিম ভারতের বিরুদ্ধে বিষ ছড়িয়ে এসেছেন। এখন তিনি দক্ষিণে গিয়ে উত্তর ভারতের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন। এভাবে বিভাজনের রাজনীতি কাজ দেবে না। মানুষ এই ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। গুজরাতে কী হল, সেটা দেখেছেন তো।'

'ফাঁকা কলশি বাজে বেশি'

এদিকে রাহুলের এই মন্তব্যের জন্য তাঁকে আক্রমণ করেন স্মৃতি ইরানি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠি থেকে রাহুলকে হারিয়েছিলেন স্মৃতি ইরানি। এদিন স্মৃতি ইরানি রাহুলকে আক্রমণ শানিয়ে বলেন, 'ফাঁকা কলশি বাজে বেশি।' এদিকে রাহুল গান্ধীকে এই ইস্যুতে আক্রণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

More KERALA ASSEMBLY ELECTION 2021 News