সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৪, ৩০১
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৪, ৩০১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,৩৭৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬০, ৬৬৮ জন। গত ২৪ ঘন্টায় ২২১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় ( ৫৫), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান (১২) ।
সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৭৫ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ০ (১) , কোচবিহারে ০(১) , দার্জিলিং ২ (৩), কালিম্পং ৩ (১) , জলপাইগুড়ি ৫ (৩), উত্তর দিনাজপুরে ৩ (৩), দক্ষিণ দিনাজপুরে ১ (০), মালদহ ১ (১), মুর্শিদাবাদে ২ (১), নদিয়া ৬ (৪), বীরভূম ২ (৭), পুরুলিয়া ৬ (১), বাঁকুড়ায় ৫ (৭), ঝাড়গ্রাম ০(২), পশ্চিম মেদিনীপুরে ২ ( ০), পূর্ব মেদিনীপুর ২ (২), পূর্ব বর্ধমান ১ (২), পশ্চিম বর্ধমান ৪ (৩), হাওড়া ২০ ( ১৭), হুগলিতে ৪ (৩), উত্তর ২৪ পরগনায় ৪৩ (৫৯), দক্ষিণ ২৪ পরগনায় ১১ ( ৫) জন আক্রান্ত হয়েছেন।
খানিকটা বেড়েছে সুস্থতার হার
মঙ্গলবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ৬২ % । বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৬৩ % । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯৭. ২৫ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪২%-এ।
মৃত্যু হয়েছে ৩ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। বুধবার ২, বৃহস্পতিবার ২, শুক্রবার ৩, শনিবার ৪, রবিবার ৩, সোমবার ২, মঙ্গলবার ২ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২৫৬-তে।
কলকাতায় মৃত্যু ৩০৯৬ জনের
এদিন যে ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে একজন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ ৯৭ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫০৪ জনের। এদিন সেখানে একজনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিন উত্তর দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে।
স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ২০, ২১২ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ১৮,৩০২ টি স্যাম্পেল। সোমবার ১৫,১১২ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮৪, ৮৩, ০২১ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৭৭ %।