মনোজের পালটা বিজেপির তাস অশোক! হতে পারেন প্রার্থী

বিধানসভা ভোটের আগে জমে উঠেছে খেলা! স্লোগানে তো বটেই ভোটের ময়দানে কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। সমানে টক্কর তৃণমূল বিজেপি! বিজেপির হয়ে ময়দানে নামতে তৈরি অভিনেতা যশ, রুদ্রনীল পালটা তৃণমূলের হয়ে মাঠে নামবে সায়নী, রাজরা।

আজ বুধবার ডানলপে সাহাগঞ্জের মাঠে তৃণমূলে যোগ দিয়েছেন সায়নী, কাঞ্চন মল্লিক সহ একগুচ্ছ তারকা। নাম লিখেছেন বিখ্যাত ক্রিকেটার মনোজ তিওয়ারিও। সন্ধ্যাতেই মনোজের পালটা দিল বিজেপি। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে নাম লেখালেন অশোক দিন্দা।

বুধবার লেবুতলা পার্কে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল একটি রোড শো হয়। রোড শো শেষে লেবুতলা পার্কে একটি সমাবেশ করা হয়। সেখানেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে নাম লেখান অশোক দিন্দা। তাঁর সঙ্গেই এদিন তৃণমূল ছেড়েছেন সজল ঘোষ। যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর বিজেপিতে যোগ মধ্য কলকাতায় বিজেপিকে আরও শক্ত করবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

Know all about
অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত কয়েকমাস আগেই হঠাৎ করেই অবসর ঘোষণা করেন অশোক দিন্দা। সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এমনকি বাংলার হয়েও না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অরুণলাল, রণদেব বসুর বিরুদ্ধে উগরে দিয়েছিলেন ক্ষোভ। এরপর থেকে আর বিশেষ দেখা যায়নি অশোক দিন্দাকে। অন্তত ক্রিকেটের ময়দানে। দীর্ঘদিন পর ফের ময়দানে! তবে রাজনীতির মাঠে খেলবেন তিনি। সূত্রের খবর, মেদিনীপুরের ছেলে অশোক। এবারের ভোটে অশোক দিন্দাকে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে মেদিনীপুরের কোনও বিধানসভা কেন্দ্র নাকি মনোজ তিওয়ারির বিপক্ষে অশোক দিন্দাকে দাঁড়াবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News