|
সুনীল গাভাসকর ১০ হাজার
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন সুনীল গাভাসকর। ১৯৮৬-৮৭ মরসুমে পাকিস্তানের বিরুদ্ধে মোতেরা টেস্টেই এই নজির গড়েছিলেন লিটল মাস্টার।
সচিনের প্রথম দ্বিশতরান
১৯৮৯ সালে ভারতীয় দলের জার্সিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। এর প্রায় এক দশক পর অর্থাৎ ১৯৯৯ সালে লাল বলের ফর্ম্যাটে প্রথম দ্বিশতরান পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। মোতেরাতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সচিন।
|
২০১১-এর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল
১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত পরপর তিন বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১১ সালের বিশ্বকাপে রিকি পন্টিং শিবিরের বিজয় রথ আটকেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। মোতেরাতে অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল জিতেছিল ভারত।
|
কপিল দেবের রেকর্ড
১৯৯৪ সালে আহমেদাবাদের মোতেরাতেই টেস্ট উইকেট সংখ্যায় নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে টপকে গিয়েছিলেন ভারতীয় গ্রেট কপিল দেব। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে কেরিয়ারের ৪৩২তম উইকেট হাসিল করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।