পিছিয়ে পড়েও গোলের বন্যা বইয়ে দিল মুম্বই সিটি এফসি। জিএমসি স্টেডিয়ামে বিপিন সিংয়ের হ্যাটট্রিকে ওডিশা এফসি-র এবারের আইএসএল অভিযান শেষ হলো ছয় গোল হজম করে। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় সবার নীচে রইল ওডিশা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি রইল দুইয়ে, এটিকে মোহনবাগানের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে।
এদিন ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ওডিশাকে এগিয়ে দেন দিয়েগো মরিসিও। যদিও বল দখলের লড়াইয়ে বিপুল আধিপত্য রেখে ওডিশা রক্ষণে বারবার আছড়ে পড়তে থাকে মুম্বই সিটি এফসি-র ঝড়। ওগবেচে ১৩ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান। ৩৮ মিনিটে বিপিন সিং মুম্বইকে ২-১-এ এগিয়ে দেয়। ৪৩ মিনিটে ফের গোল করেন ওগবেচে। এর এক মিনিট পরেই গডার্ডের গোল। প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে ছিল মুম্বই সিটি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ফের গোল হজম করে ওডিশা। ৪৭ মিনিটে বিপিন সিংয়ের দ্বিতীয় গোল। ৮৬ মিনিটে বিপিন সিংয়ের হ্যাটট্রিক মুম্বই সিটিকে এগিয়ে দেয় ৬-১-এ।