সোনার দাম ২৪ ফেব্রুয়ারিও ৫০ হাজারের নিচে রইল! কলকাতায় দর কোথায় পৌঁছল

সোনার দাম ভারতের বাজারে এবার পজিটিভ ট্রেন্ড নিয়ে শুরু হয়েছে আজ। বহু দিন ধরেই বাজারে সেভাবে মাথা চাড়া দিয়ে বাড়তে পারেন সোনার দাম। ২০২১ সালে এখনও পর্যন্ত সোনার দাম বেশ চাপে রয়েছে। একনজরে দেখা যাক, ২৪ ফেব্রুয়ারি সোনার দাম কোথায় গিয়ে ঠেকেছে।

সোনার দাম ২৪ ফেব্রুয়ারি

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ০.০৬ শতাংশ বেশি হয়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৬,৮৩০ টাকা হয়েছে। গত সেশনে সোনা ০.২২ শতাংশ কমতির দিকে গিয়েছিল।

রুপোর দাম

এদিন রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে ০.৩৫ শতাংশ নেমেছে। যার ফলে ১ কেজি রুপোর দাম ৬৯,৫৮৩ টাকা হয়েছে।

সোনার দাম কলকাতায়

সোনার দাম এদিন কলকাতায় ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,২২০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৮,৯৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৪,১৭০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৮,১৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৭৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৬,৭৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫ ,৯০০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে রাজধানীতে সোনার দাম ৫০,০৯০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের, বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ১০ বেড রাখার নির্দেশ

More GOLD News