বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, এই সন্দেহে তৃণমূলের কার্যালয়ে ডেকে এনে তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠলো বসিরহাটে। ঘটনায় গুরুতর জখম ৩ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি সঙ্গে অশুভ আঁতাত রাখছে, এই সন্দেহে বসিরহাটের হাসনাবাদ থানার এক নম্বর ভবানী পুর এলাকায় দুই তৃণমূল কর্মী হরিহর মন্ডল, বাবাই মন্ডল বাড়ি থেকে ডেকে এনে তৃণমূলের পার্টি অফিসে তাদের মারধর করা হয়। এমনকি একজনের মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ। এর পর প্রাণে বাঁচতে পাল্টা মারধর শুরু করে তারা। ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় আক্রান্ত দুই পক্ষের ৩ জন। আহত দুজনকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্তদের দাবি, ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা প্রদীপ মল্লিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন বেশ কিছুদিন আগে। গতকাল মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তাঁর জামিন মঞ্জুর করলে তাকে দেখতে গিয়েছিলেন হরিহর ও বাবাই। এর পরেই নাকি সন্দেহের বশে তাদের মারধর করে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এখনো নির্দিষ্টভাবে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়নি কোন পক্ষ থেকেই।
'খেলা হবে' কিন্তু কখন থেকে? এবার খেলা শুরুর সময় বেঁধে দিলেন অনুব্রত মণ্ডল