আহমেদাবাদের সদ্য নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টের প্রথম দিনের প্রথম অর্ধে দাপট অব্যাহত থাকল ভারতের। চা পানের বিরতি পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান তুলতে পেরেছেন। ম্যাচের প্রথম দিনই দুর্দান্ত বোলিং করে দর্শকদের মন জয় করলেন ঘরের ছেলে অক্ষর প্যাটেল।
সবুজ উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্রিটিশ অধিনায়ক জো রুটের সেই সিদ্ধান্তকে বেঠিক বলে প্রমাণ করেন ভারতীয় বোলাররা। ১০০তম টেস্ট খেলতে নেমে টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা দুর্দান্ত করেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। নিজের দ্বিতীয় ওভারেই ইংল্যান্ড ওপেনার ডম সিবলেকে শূন্য রানে ফিরিয়ে দেন দিল্লির তারকা।
এরপর নাম ভূমিকায় প্রবেশ করেন অক্ষর প্যাটেল। নিজের স্পেলের প্রথম ওভারের প্রথম বলেই জনি বেয়ারস্টোকে লেগ বিফোর উইকেট করেন আহমেদাবাদের ঘরের ছেলে। শূুন্য রানে সাজঘরে ফিরে যান ইংল্যান্ডের দাপুটে ব্যাটসম্যান। অন্যদিকে ব্যাট চালিয়ে খেলতে থাকেন ইংল্যান্ডের দ্বিতীয় ওপেনার জ্যাক ক্রাওলে। ৮৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি অক্ষর প্যাটেলেরই শিকার হন। ৩৭ বলে ১৭ রান করে ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের বলে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ২ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্রণ অশ্বিন। কোনও উইকেট না পেলেও ভাল বোলিং করেছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।