ভারতের বাজারে ক্রমেই গুরুত্ব বেড়েছে মোবাইল ফোনের। করোনা পরবতী সময়ে যা বেড়েছে আরও অনেকটাই। আর সেই কারণেই একের পর এক কোম্পানির তরফে ভারতের বাজারে নিয়ে আসা হয়েছে নতুন সিরিজের স্মার্ট ফোন। বিশেষ করে বাজেটের দিকে খেয়াল রেখে অল্প দামের মধ্যে লঞ্চ করা হয়েছে বেশ কিছু ফোন। তবে এবারে জানা গিয়েছে মার্চে ভারতে লঞ্চ হতে চলেছে বেশ কিছু ফোন।
ভারতের মোবাইল বাজার কোম্পানি গুলির কাছে যথেষ্ট আকর্ষণীয়। আর সেই কারণেই ক্রেতাদের কথা ভেবে বিভিন্ন মোবাইল কোম্পানির তরফে লঞ্চ করা হয়ে থাকে একাধিক ফোন। আর এবারে জানা গিয়েছে ভারতের বাজারে লঞ্চ করা হবে moto র বেশ কিছু নতুন ফোন। যদিও ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড গুলির মধ্যে একটি হল moto। বেশ কিছু সিরিজ তাদের তরফে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। তবে এবারে জানা গিয়েছে ভারতের বাজারে মার্চ মাসে moto র তরফে লঞ্চ করা হচ্ছে একাধিক নতুন সিরিজের ফোন।
এই সকল ফোনে ক্রেতাদের কথা ভেবে থাকবে একাধিক সুবিধা। এর আগেই moto g30 , g10 লঞ্চ করা হয়েছিল ইউরোপের বাজারে। তারপরে ভারতের বাজারে আনা হয়েছে এই ফোন। এই ফোনে রয়েছে quad camera সেট আপের সুবিধা। তার সঙ্গে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা।
পাশাপাশি qualcomm snapdragon 662 soc রয়েছে এই ফোনে। ইউরোপের বাজারে moto g30 ফোনের দাম রাখা হয়েছিল ১৭৯.৯৯ ইউরো। যা কিনা ১৫৯০০ টাকা। অন্যদিকে moto g10 ফোনের দাম রাখা হয়েছিল ১৪৯.৯৯ ইউরো। যা ভারতীয় অঙ্কে প্রায় ১৩৩০০ টাকা।
ক্রেতাদের নজর কাড়ার জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় লুকে এই ফোন ভারতের বাজারে নিয়ে আসা হচ্ছে। মনে করা হচ্ছে এর ফলে সুবিধা পাবেন ক্রেতারা। এই দুই ফোনে রয়েছে একাধিক ফিচার। ক্রেতাদের নাগালের মধ্যে দামে এই ফোন নিয়ে আসার ফলে সুবিধা হবে ক্রেতাদের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.