মোতেরায় দিন রাতের টেস্টে ভারত-ইংল্যান্ডের কোন কোন ক্রিকেটার আমনে-সামনে

বুধবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে ব্যাট ও বলের দুর্ধর্ষ লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেটার। দিন-রাতের টেস্টে দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হড্ডাহাড্ডি হতে চলেছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

রোহিত বনাম আর্চার

চেন্নাইয়ের চিপকে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজিয়েছিল ইংল্যান্ড। কিন্তু মোতারা টেস্টে তাঁকে প্রথম একাদশে রাখতে পারে জো রুট শিবির। সেই ফাস্ট বোলারের সঙ্গে ভারতীয় ওপেনার রোহিত শর্মার লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা।

বিরাট কোহলি বনাম মইন আলি

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মইন আলির বলে বোল্ড হয়ে কোনও রান না করেই সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডে অফ স্পিনারের বল পড়তে ভুল করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। মোতেরাতেও দুই ক্রিকেটারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

রবিচন্দ্রণ অশ্বিন বনাম জো রুট

দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্পিনারদের বিরুদ্ধে অসহার দেখিয়েছে। মোতেরার স্পিনং ট্র্যাকে রুট কীভাবে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে সামলায়, তা দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

বেন স্টোকস বনাম জসপ্রীত বুমরাহ

আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। ম্যাচে ভারতীয় ফাস্ট বোলারের সঙ্গে ইংল্যান্ড অল রাউন্ডার বেন স্টোকসের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা।

More INDIA VS ENGLAND 2021 News