কী বলল বিসিবি
আইপিএলের জন্য জাতীয় দলে সূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় শাকিব আল হাসানের সিদ্ধান্তে অখুশি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাফ জানিয়েছে, আর কয়েকদিনের মধ্যে দেশের ক্রিকেটারদের সঙ্গে তাদের চুক্তির পুনর্নবীকরণ হবে। যে যে ক্রিকেটার দেশের হয়ে তিন ফর্ম্যাটে খেলার জন্য প্রস্তুত থাকবেন, তাঁদের বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর অন্যথা হলে ক্রিকেটাররা চুক্তির বাাইরে চলে যেতে পারেন বলে শাকিবকে পরোক্ষে হুমকিই দিয়েছে বিসিবি।
তিন বছর পর কেকেআরে শাকিব
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন শাকিব আল হাসান। দলকে ২০১২ ও ২০১৪ সালের খেতাব জেতাতে বাংলাদেশী অল রাউন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০১৮ সালের মেগা নিলামে শাকিবকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফলে তিন বছর ফের কলকাতার দলে ফিরতে চলেছেন বাংলাদেশের শাকিব।
শাকিবের আইপিএল কেরিয়ার
আইপিএলে সবকটি দল মিলিয়ে এখনও পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন শাকিব আল হাসান। ৭৪৬ রান এসেছেন তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে ৫৯টি উইকেটও রয়েছে শাকিবের নামের পাশে।
টেস্ট খেলবেন না শাকিব
আগামী এপ্রিলে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজে না খেলে তিনি আইপিএলে অংশ নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব আল হাসান।