
হাইওয়ে থেকে গ্রেফতার বলে সূত্রের খবর
মঙ্গলবার সকালে হাজিরার নির্দেশ দেওয়া হয় রাকেশ সিংকে। গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। রক্ষাকবচ চান আদালতের কাছে। কিন্তু দীর্ঘ শুনানি শেষে আদালত তা খারিজ করে দেয়। এরপর থেকেই রাকেশ সিংয়ের আর খোঁজ পাওয়া যায় না। সুইচ অফ পাওয়া যায় তাঁর ফোনও। ততক্ষণে বিজেপি নেতার বাড়ি ঘিরে ফেলে পুলিশও। একেবারে টানটান উত্তেজনা। বিজেপি নেতার খোঁজে শুরু হয় জোর তল্লাশি। বিভিন্ন জায়গায় রাকেশের খোঁজে শুরু হয় তল্লাশি। জেলা প্রশাসনকেও এই বিষয়ে অবহিত করা হয়। সুইচ অফ থাকলেও ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলে। জানা যায়, বর্ধমান লোকেশনে শেষ টাওয়ার দেখাচ্ছে রাকেশ সিংয়ের। বর্ধমান জেলা পুলিশকে দেওয়া তথ্য। সূত্রের খবর, এরপরেই বর্ধমানের বিভিন্ন অংশে শুরু হয় তল্লাশি। হাইওয়েতেও চলে তল্লাশি অভিযান। আর তা চলার সময় দেখা যায় সিআরপিএফ রয়েছে একটি গাড়ি আসতে। সেটিকে থামিয়ে তল্লাশি চালাতেই খোঁজ পাওয়া যায় বিজেপি নেতার। এরপরেই কলকাতা পুলিশকে এই বিষয়ে জানানো হয়।
গ্রেফতার রাকেশের দুই ছেলেও
তদন্তের কাজে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি নেতা রাকেশ সিংয়ের দুই ছেলেকেও গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে তদন্তে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্ত চলাকালীন বিভ্রান্তি ছড়ানো সহ একাধিক অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। জানা গিয়েছে, দুপুরে আচমকাই কোকেন কাণ্ডে অভিযুক্ত রাকেশ সিংয়ের অরফানগঞ্জ এলাকার বাড়িতে হাজির হয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। প্রথমে সিআইএসএফ তাঁদের বাড়ির ভিতরে ঢুকতে বাধা দেয়। এরপর দরজা আটকে দাঁড়ান রাকেশ-পুত্র। পুলিশ আধিকারিকদের ভিতরে ঢুকতে তিনি বাধা দেন বলে অভিযোগ। তিনি দাবি করেন, পুলিশের কাছে যথাযথ নথি নেই। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয় বচসা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিকেল ৫ টায় অবশেষে বাড়ির ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা।
বাড়ি ঘিরে রাখেন পুলিশ আধিকারিকরা
একদিকে যখন কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চাইতে আবেদন জানাচ্ছেন রাকেশ সিং অন্যদিকে তাঁর বাড়ি ঘিরে ফেলেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। যদিও দীর্ঘক্ষণ বাড়িতে ঢুকতে বাধা পান তাঁরা। বিকেল ৫ টায় অবশেষে বাড়ির ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। সেই সময়ই জানা গিয়েছিল, এদিনই গোটা বাড়িতে তল্লাশি চালানো হবে। তল্লাশি শেষে রাত আটটা নাগাদ রাকেশ সিংয়ের বাড়ি থেকে বের হন পুলিশ আধিকারিকরা। তল্লাশিতে তদন্তকারী আধিকারিকরা কিছু পেয়েছেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
পামেলা গোস্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার রাকেশ!
গত কয়েকদিন আগেই কোকেন-কান্ডে নাম জড়ায় এই বিজেপি নেতার। বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গ্রেফতারের পরেই উঠে আসে তাঁর নাম। আদালতে ধৃত এই বিজেপি নেত্রী দাবি করেন যে, তাঁকে ফাঁসানো হয়েছে। রাকেশ সিং তাঁকে ফাঁসিয়েছে। এরপরেই এই ঘটনার তদন্তভার যায় গোয়েন্দাদের হাতে। সেই ঘটনার তদন্তে রাকেশ সিংকে আজ ডেকে পাঠান তদন্তকারীরা।