ফের বাড়ছে করোনা, ১ মার্চ থেকে এই রাজ্যে জারি হতে চলেছে নতুন বিধিনিষেধ

ফের উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র।তারপরেই রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবেও হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের পথে না হাঁটলেও নতুন করে একাধিক বিধিনিষেধ আরোপ করতে চলেছে পাঞ্জাব সরকার। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে বাইরে বদ্ধ জায়গায় ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। বাইরে সেটার সংখ্যা ২০০-তে বেঁধে দেওয়া হয়েছে। ১ মার্চ থেকে গোটা রাজ্যে কার্যকর হচ্ছে এই নিয়ম।

জমােয়তের পাশাপাশি মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি নিয়েও কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে করোনা হটস্পট এলাকা চিহ্নিত করে নাইট কার্ফু জারি করা হতে পারে বলে জানিয়েছেন পাঞ্জাব পুলিশ। সকলে যাতে বাইরে মাস্ক পরে বেরোন তার জন্য পুলিশকে কড়া নজরদারি করতে বলা হয়েছে। সিনেমা হলগুলি ভিড় নিয়ন্ত্রণের জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ১ মার্চ থেকে এই নির্দেশ মেনে কাজ করতে হবে পুলিশ প্রশাসনকে।

বেসরকারি দফতর এবং হোটেল রেস্তরাঁর কর্মীদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে কর্মীদের পরীক্ষার দায়িত্ব নিতে হবে। করোনা উদ্বেগ বাড়াচ্ছে ৫ রাজ্যের তালিকায় রয়েছে পাঞ্জাবও। এছাড়া কেন্দ্রের স্ক্যানারে রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ,কেরল, ছত্তিশগড়। মহারাষ্ট্র ইতিমধ্যেউ লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে অমরাবতী ও যবৎমলে লকডাউন জারি করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকার মহারাষ্ট্র সংলগ্ন জেলায় নাইট কার্ফু জারি করেছে।

More CORONAVIRUS News