মেষ: অপ্রিয় সত্য কথায় কর্মস্থলে শত্রু বৃদ্ধি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। দুর্জনের অপচেষ্টা রুখে পারিবারিক সমস্যার মোকাবিলা। শুভ রং- হলুদ,শুভ সংখ্যা-৬।
বৃষ: বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো। ঘনিষ্ঠ জনের কারসাজিতে দাম্পত্য বিরোধ। বিতর্কবিবাদ এড়ানোই ভাল। শুভ রং-নীল,শুভ সংখ্যা-৮।
মিথুন: কর্মে দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনা। বিকল্প পথে বাড়তি উপার্জন করতে গিয়ে বিপাকে পড়ার আশঙ্কা। জলপথে ভ্রমণে বিপত্তির আশঙ্কা। শুভ রং-বাদামি,শুভ সংখ্যা-১।
কর্কট: স্বনিযুক্তি প্রকল্পের উন্নয়নে অর্থের সংস্থান হতে পারে। ছলনাময়ী স্ত্রীলোক থেকে বিপদের আশঙ্কা। শত্রুর সঙ্গে আপসে সাময়িক স্বস্তি। শুভ রং-লাল,শুভ সংখ্যা-৫।
সিংহ: কর্মক্ষেত্রে গোলযোগের আশঙ্কা। সম্পত্তি-সঙ্কটের মোকাবিলায় আইনি পরামর্শ কাজে লাগতে পারে। আর্থিক সমস্যা নানা ভাবে বিব্রত করবে। শুভ রং-সবুজ,শুভ সংখ্যা-৪।
কন্যা: নতুন কর্মোদ্যমে উন্নতির সূচনা। প্রেমপ্রণয়ের মেঘ কেটে শুভ পরিণতির দিকে অগ্রগতি। অনৈতিক কাজের হাতছানি উপেক্ষা করতে না-পারলে বিপদ। শুভ রং-ক্রিম,শুভ সংখ্যা-৯।
তুলা: দক্ষতা দিয়েই কর্মক্ষেত্রে শত্রুর মোকাবিলা। অপ্রিয় সত্য অপ্রকাশ রাখতে না-পারলে বিপদ। জলপথ পরিত্যাজ্য। শুভ রং-গোলাপি,শুভ সংখ্যা-৩।
বৃশ্চিক: বাধাবিঘ্নের মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। একাধিক উপায়ে আয় বৃদ্ধি। অন্যের ক্ষতি করার প্রবণতা মানসিক স্থিতি টলিয়ে দিতে পারে। শুভ রং-মেরুন,শুভ সংখ্যা-৭।
আরও পড়ুন – কম খরচে ঘুরে আসুন আরাকু-ভাইজ্যাক
ধনু: কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। শুভ রং-সাদা,শুভ সংখ্যা-১।
মকর: শুভ যোগ কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা। কর্ম পরিবর্তনের সুযোগ ও অর্থনৈতিক উন্নতির সূচনা। বাতজ বেদনা ভোগাবে। শুভ রং-লাল,শুভ সংখ্যা-৩।
কুম্ভ: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। ধাক্কা খেতে পারে অগ্রগতি। উপার্জনের বিকল্প পথের সন্ধানে আশার আলো। সংক্রমণে জ্বরজ্বালা। শুভ রং-বাদামি,শুভ সংখ্যা-৬।
মীন: কর্মক্ষেত্রে অসহযোগিতা ও শত্রুতা বাড়ায় মানসিক স্থিতি টালমাটাল। বক্তা হিসেবে শ্রোতাদের মন জয়। লেখাপড়ায় সন্তানের মনোযোগ বৃদ্ধিতে উদ্বেগের অবসান। শুভ রং-নীল,শুভ সংখ্যা-২।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.