কোথায় দাঁড়িয়ে ভারত
চিপকে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ৪৬০ পয়েন্টের পাশাপাশি বিরাট কোহলি শিবিরের ঝুলিতে রয়েছে পয়েন্টের ৬৯.৭ শতাংশ হার। ২-১ ব্যবধানে চলতি সিরিজ জিতলেই প্রতিযোগিতার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত। লর্ডসে বিরাটদের মোকাবিলা হবে নিউজিল্যান্ডের সঙ্গে। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ হার নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে কেন উইলিয়ামসন শিবির।
তৃতীয় এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের হার রয়েছে টিম পেইন শিবিরের ঝুলিতে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪৪২। পয়েন্টের শতকরা হার ৬৭ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতকে তাদেরই মাটিতে অন্তত ২-১ ফলাফলে টেস্ট সিরিজ হারাতে হবে জো রুটদের।
তালিকায় আর কে কোথায়
তালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অষ্টম ও নবম স্থানে অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
ভারত বনাম ইংল্যান্ডের দিন রাতের টেস্ট
আগামী বুধবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে এই ম্যাচ খেলা হবে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।