বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবার বিজেপির ফোকাসে! প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোন স্ট্র্যাটেজিতে শান নাড্ডাদের
হুগলিতে চুঁচুড়ার জোড়াঘাটে নদীর তীরবর্তী 'বন্দে মাতরম' ভবন নিয়ে গতকালই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি ছিল বঙ্কিম চন্দ্রের স্মৃতি বিজড়িত এই স্থানকে সেভাবে দেখভাল করছেনা মমতা সরকার। এরপরই জানা যাচ্ছে বিজেপির পরবর্তী কর্মসূচিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রা বড়ভাবে থাকছেন।

হুগলিতে এসে মোদী কী বলেছেন?
হুগলিতে ডানলপের সভা থেকে নরেন্দ্র মোদী তাঁর সভা থেকে বলেছিলেন, তিনি শুনেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দেমাতরম ভবনে ৫ বছর ছিলেন। সেই ভবনের অবস্থা খুবই খারাপ। মোদী বলেন, 'সেই বন্দে মাতরম , যা স্বাধীনতার লড়াইতে নতুন প্রাণের সঞ্চার করেছিল '। তাঁর অভিযোগ যে সেই ভবনা আজ তৃণমূলের শাসনে উপেক্ষিত। এদিকে, দেখা যাচ্ছে, ভবনটিকে নতুন করে সংস্কার করে সাজানো হয়েছে। রক্ষাণাবেক্ষণ করছে তৃণমূলের চুঁচুড়া পুরসভা। স্থানীয় বিধায়কের দাবি, ভবনে কেয়ার টেকার রয়েছে।
চর্চা হয় সংস্কৃতিরও। তবে বাংলার মনীষীদের নিয়ে তৃণমূলের দাবিকে তোয়াক্কা না করেই কার্যত এবার পরবর্তী কর্মসূচিতে পারদ চড়াতে চলেছেন জেপি নাড্ডা।

২৫ ফেব্রুয়ারি জেপি নাড্ডার সফর
মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ফেব্রুয়ারি হুগলিতে সভা করবেন। তারপরই আগামী ২৫ ফেব্রুয়ারি নৈহাটিতে কর্মসূচি রয়েছে ডেপি নাড্ডার। নদীর এপারে মমতা পারদ চড়ানোর পরই নদীর ওপার থেকে পরের দিনই একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন জেপি নাড্ডা।

নেতাজি , বিবেকানন্দের পর এবার বঙ্কিমচন্দ্র!
'বহিরাগত' তকমা দিয়ে তৃণমূলের মূল অভিযোগ বিজেপির বাংলার সংস্কৃতি জানে না। আর সেই জায়গা থেকে বিজেপির পর পর বাঙালি মনীষীদের ঘিরে একের পর এক কর্মসূচি নিয়ে চলেছে। স্বামীবিবেকানন্দের জন্মবার্ষিকী, নেতাজি জন্মজয়ন্তীর পর এবার নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বাসভবনে সম্ভবত শ্রদ্ধা জানাতে চলেছেন জেপা নাড্ডা। এমনই তথ্য উঠে আসছে। মূলত, প্রধানমন্ত্রী বঙ্কিম প্রসঙ্গ তোলার পরই নৈহাটিতে নাড্ডার কর্মসূচিতে এই বাড়িটি ঢুকে গিয়েছে।

সুকান্ত থেকে বিভিূতিভূষণ নাড্ডার তালিকায়
জানা গিয়েছে, নৈহাটির সঙ্গে যে মনীষীদের নাম জড়িয়ে রেয়েছে তাঁদেরও বিজেপির কর্মসূচিতে শ্রদ্ধা জানানোর কথা ভাবা হচ্ছে। এতে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। কয়েকদিন আগে সাহিত্যিকের পুত্রবধূ বিভূতিভূষণের বাসভবনের পাশে বহুতল নিয়ে সরব হন। তারপর নাড্ডার সেই ভিটেতে কর্মসূচি ঘিরে অকাধিক জল্পনা রয়েছে। এদিকে, বামপন্থী সাহিত্য়িক সুকান্ত ভট্টাচার্জের নৈহাটির মামার বাড়িতেও জেপি নাড্ডা জেতে পারেন বলে খবর।

বিজেপির মনীষী বন্দনায় আর কারা?
প্রসঙ্গত, নৈহাটিতে বিজেপির মনীষী বন্দনার তালিকায় থাকছেন, কেশবচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, সঙ্গীতবিদ শ্যামল মিত্র, সমরেশ বসুদের নামও। হালফিলের রাঘব চট্টোপাধ্যায়দের নামও এই তালিকায় উঠছে বলে খবর। তবে তালিকা চূড়ান্ত হলেই, জানা যাবে এবার বিজেপি কোন স্ট্র্যাটেজিতে মমতা শিবিরকে মাত দিতে চাইছে।
পাহাড়ে শুরু পরিবর্তন যাত্রা, কয়েকবছর আগেকার স্মৃতি উসকে দার্জিলিং-এ বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ