কলকাতা : সবজি : নতুন আলু ২০ টাকা প্রতি কেজি, খোলা বাজারে জ্যোতি আলু – ১৫ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু – ১৮ টাকা কিলো আলু, পেঁয়াজ ৬০ টাকা প্রতিকিলো, আদা ৫০ টাকা প্রতিকিলো, কুমড়ো ২০ টাকা প্রতিকিলো, বাঁধাকপি – ১০ টাকা প্রতি পিস, ফুলকপি প্রতি পিস ৮-১০ প্রতি পিস। বিম কড়াই -২০-৩০ টাকা প্রতি কিলো। কড়াইশুঁটি – ২০-২৫ টাকা প্রতি কেজি, উচ্ছে ৫০ টাকা প্রতিকিলো, বেগুন – ২০ টাকা প্রতিকিলো, টমেটো ১৫-২৫ টাকা প্রতি কিলো, লঙ্কা ৮০-১০০ টাকা প্রতিকিলো, গাজর ৩০-৪০ টাকা প্রতিকিলো, শিম – ২০ টাকা প্রতি কিলো। পেঁয়াজকলি – ২০ টাকা প্রতি কিলো। লাউ – ২০ টাকা প্রতি কিলো কাঁচা কলা- ৩-৫ টাকা প্রতি পিস, পটল– ৮০ টাকা প্রতিকিলো, ঢেঁড়স – ১০০ টাকা প্রতিকিলো

মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৬০-২০০ টাকা। রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০ টাকা, বাটা-১৬০টাকা, ভেটকি ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, বাগদা ৬০০-৭০০ টাকা,

মাংস: মুরগি – ১৪০-১৬০ টাকা কিলো। পাঁঠা – ৭০০-৭২০ টাকা প্রতি কিলো

পাইকারি বাজার সবজির দর

সবজি: জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো, পেঁয়াজ ২০-২২ টাকা প্রতিকিলো, আদা ২০ টাকা প্রতিকিলো, কুমড়ো ৬ টাকা প্রতিকিলো, উচ্ছে ২২ টাকা প্রতিকিলো, বেগুন ৫ টাকা প্রতিকিলো, টমেটো ৮-১০ টাকা প্রতিকিলো, লঙ্কা -৩০-৩২ টাকা প্রতিকিলো, গাজর ৮-১০ টাকা প্রতিকিলো, বাধাকপি ৬ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ৪ টাকা প্রতি পিস।

প্রসঙ্গত, লাগামছাড়া দামবৃদ্ধি পেট্রোল-ডিজেলের। সপ্তাহ খানেক ধরে একটু একটু করে বাড়তে বাড়তে আকাশছোঁয়া দাম জ্বালানি তেলের। রাজ্য শুল্ক কমালেও যে হারে আগে থেকেই দাম বেড়ে রয়েছে তা অস্বস্তিকে কমাচ্ছে না। বাজেটে জ্বালানির উপরে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস বসানোয় একপক্ষ জানিয়েছিল পেট্রোলের দাম কমতে পারে আবার কেউ কেউ বলেছিলেন নতুন সিদ্ধান্তে দাম বাড়বে।
আপাতত যোগানের উপর ভর করে স্থিতিশীল রয়েছে বাজার দর। ভাঁড়ারে টান পড়লেই তা হু হু করে বাড়তে শুরু করবে, বিশেষ নজরে পেঁয়াজ।

পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। করোনাকালে এমনিতেই গোটা দেশের আর্থিক অবস্থা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার বাজেটেও ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা খাতে বরাদ্দ বাড়িয়েছে। তবে এবার পেট্রোল-ডিজেলের লাগাতার দামবৃদ্ধি সব সম্ভাবনার পথকেই অবরুদ্ধ করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

জীবে প্রেম কি আদৌ থাকছে? কথা বলবেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অর্ক সরকার I।