সিবিআইয়ের উপর চাপ সৃষ্টির চেষ্টা, মমতার আচমকা 'শান্তিনিকেতন' সফর নিয়ে তোপ বিজেপির

সকালেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজ সকাল ১১টা ২০ মিনিট নাগাদ সেখানে পৌঁছন। প্রায় ১০ মিনিট থাকার পর সেখান থেকে বেরিয়ে যান মমতা। এবার এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

মমতাকে তোপ শমীকের

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতন' গিয়েছিলেন আত্মীয় হিসেবেই। তাঁকে অভিষেকের মেয়েকে সঙ্গে করে বের হতে দেখা গিয়েছিল এদিন। তবে এই চিত্রকে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে অভিষেকের আত্মীয়। তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এভাবে সিবিআই অফিসারদের আগে সেখানে যাওয়া একটা চাপ সৃষ্টির চেষ্টা। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা এটা। এটা ওনার করা ঠিক হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যে সিবিআই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকবে না এটা জনসাধারণ জানে।

সকালে অভিষেকের বাড়িতে মমতা

এদিকে কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে আগেই অভিষেকের বাড়িতে গিয়েছিল সিবিআই। কিন্তু সে সময় বাড়িতে ছিলেন না রুজিরা। এরপর আজ ফের সেখানে যায় আট সিবিআই আধিকারিক। ঠিক সকাল ১১টা ৩৯ নাগাদ সেখানে পৌঁছন তাঁরা। তার ঠিক কিছু আগেই সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

পাশে থাকার বার্তা

সিবিআই জিজ্ঞাসাবাদের আগেই কেন অভিষেকের বাড়িতে মমতা? অনেকেই মনে করছেন, তদন্ত ও জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলতেই অভিষেকের বাড়িতে যান মমতা। তবে অভিষেক এখন ওই বাড়িতে আছেন কি না তা স্পষ্ট ছিল না। যদিও সারা সকাল সেই বাড়ি থেকে কাউকে বের হতে দেখা যায়নি। মূলত পাশে থাকার বার্তা দিতেই মমতা সেখানে গিয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

More ABHISHEK BANERJEE News