আগে ব্যাট করে বাংলা
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চণ্ডীগড়। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে বাংলা। হোম টিমের হয়ে সর্বাধিক ৫৯ রান করেছেন শাহবাজ আহমেদ। ৩৫ রান করেছেন বাংলার উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী এবং অভিমণ্যু ইশ্বরণ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (১)। চণ্ডীগড়ের হয়ে দুটি করে উইকেট নেন গৌরব গম্ভীর, বিপুল শর্মা ও গুরিন্দর সিং।
চণ্ডীগড়ের ব্যাটিং
২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন চণ্ডীগড়ের দুই ওপেনার। আর্সলান খান (৮৮) ও অধিনায়ক মনন ভোরার মধ্যে ১২৬ রানের পার্টনারশিপ হয়। ম্যাচ কার্যত ওখানেই বাংলার হাত থেকে বেরিয়ে যায়। এরপর ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে হোম টিমকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি শিবম ভামরি। চণ্ডীগড়ের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ করেন বাংলার বোলাররা। ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অ্যাওয়ে দল।
বাংলার বোলিং
বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারলেন না বাংলার বোলাররা। ২ উইকেট নেন আকাশ দীপ। একটি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও শাহবাজ আহমেদ।
কী বলছে গ্রুপ তালিকা
এই ম্যাচের পর বিজয় হাজারে ট্রফির গ্রুপ ই-তে ওঠানামা পরিলক্ষিত হয়েছে। ২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে চণ্ডীগড়। সমান ম্যাচ খেলে সমপরিমাণ পয়েন্ট নিয়ে কেবল নেট রান রেটের নিরিখে এক ধাপ নিচে রয়েছে সৌরাষ্ট্র। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বাংলা এবং জম্মু ও কাশ্মীর।