সোনার দাম ২৩ ফেব্রুয়ারি কোথায় দাঁড়াল! কলকাতায় দর জেনেনিন

সোনার দামের গতি ক্রমাগত নামতে শুরু করার ট্রেন্ড কয়েকদিন আগেই দেখা গিয়েছে। এবার সোনার দাম ২৩ ফেব্রুয়ারি খানিকটা চাঙ্গা হতে শুরু করেছে বলে লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতনের পর মঙ্গলবার তা ঘুরে দাঁড়িয়েছে।

সোনার দাম ২৩ ফেব্রুয়ারি

সোনার দাম ২৩ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বেড়েছে ০.১৩ শতাংশ। ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৬,৯৬২ টাকা। এদিন ১০ গ্রামের প্রেক্ষিতে সোনার দাম বেড়েছে ৬১ টাকা।

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে বেড়েছে ০.১৭ শতাংশ। ফলে ১ কেজির হিাবে রুপোর দাম এদিন ১২১ টাকা বেড়েছে বলে খবর। অন্যদিকে, রুপোর দাম ৭০,৫৩৩ টাকা প্রতি কেজি হয়েছে আজ।

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম

কলকাতায় ৪৬,৩১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,০৬০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

প্রসঙ্গত, সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে হয়েছে ৪৪,২৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৩০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৬,৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০, ১৮০ টাকা।

(তথ্য় সূত্র গুডজ রিটার্নস)

প্রশান্ত কিশোরকে থোরাই কেয়ার, মমতার স্টাইলে প্রার্থীপদ ঘোষণা তৃণমূল বিধায়কের

More GOLD News