মুম্বই: পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে নীরব অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার। এত বড় একটা ইস্যু নিয়ে মুখে কুলুপ এঁটে থাকায় তাঁদের শুটিং বন্ধ করার হুমকি দিয়েছে কংগ্রেস। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে জানিয়েছেন তাঁর দল কোনওভাবেই একে সমর্থন করে না।
তিনি জানিয়েছেন রবিবার নবি মুম্বইয়ের ভাসি এলাকায় একটি মিছিল বেরিয়েছিল। যেদিন মহারাষ্ট্রে কংগ্রেস প্রধান নানা পাটোলে ফিল্ম শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তার পরদিনই এই মিছল বের হয়। রামদাস অটওয়ালে জানিয়েছেন তিনি শীঘ্রই এই দুই অভিনেতার সঙ্গে দেখা করবেন। তাঁদের যতটা সম্ভব সাহায্যের আশ্বাসও দেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছেন, “রাজ্যে গুন্ডারাজ সহ্য করা হবে না। কেউ এই ধরনের মন্তব্য করতে পারে না।”
দেশজুড়ে ক্রমই উর্ধ্বমুখী জ্বালানির দাম। অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার এই মূল্যবৃদ্ধি নিয়ে চুপ। তাই এই দুই সুপারস্টারের শুটিং বন্ধ করার হুমকি দেয় কংগ্রেস। তাদের বক্তব্য, অতীতে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে। কিন্তু অভিযোগ, কেন্দ্র সরকারের নেক নজরে থাকতে এখন জ্বালানির দাম বৃদ্ধির মতো ভয়াবহ ইস্যু নিয়ে মুখ খুলছে না কেউ। রাজ্যের কংগ্রেস প্রধান এই ইস্যু তুলেই অমিতাভ ও অক্ষয়ের শুটিং বন্ধ করার হুমকি দিয়েছেন।
রাজ্যের কংগ্রেস প্রধান নানা পাটোলে বৃহস্পতিবার বলেছেন, “জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মাননুষকে সমস্যায় ফেলেছে। মনমোহন সরকারের সময়কালে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো সেলেব্রিটিরা জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে টুইট করেছিলেন। কিন্তু আজ তাঁরা নীরব।” মোদী সরকারের অঙ্গুলিহেলনেই এই সেলেবরা চুপ করে রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিন তিনি আরও বলেছেন, “মহারাষ্ট্রে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের ছবির শুটিং আমরা হতে দেব না। হয় আপনারা নরেন্দ্র মোদী সরকারের দেশদ্রোহী নীতি নিয়ে কথা বলুন নয়তো আমরা আপনাদের শুটিং বন্ধ করে দেব।”
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.