বাংলায় করোনা সংক্রমণ খানিক ঊর্ধ্বমুখী, কলকাতা ও শহরতলির জেলায় মৃত্যু নেই

বাংলায় করোনা সংক্রমণ ফের একটু বাড়ল। তবে সক্রিয়ের সংখ্যা কমার ধারা অব্যাহত রয়েছে। ৩৩৯৯ জন করোনা সক্রিয় রয়েছে বাংলায়। মঙ্গলবার দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯ জন। গতদিনে সংক্রমণ ছিল ১৪৮ জন। মাত্র ২ জনের মৃত্যু হয়েছে। তবে তা কলকাতা বা শহরতলির জেলায় নয়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৩ হাজার ৯১০ জন। এদিন ১৮৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ০৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৫৩। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৪ হাজার ০৯৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৩৯৯ জন। এদিন ৪১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২২৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬০ হাজার ৪৪৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৪ লক্ষ ৬২ হাজার ৮০৯ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৪০৩১। এদিন টেস্টিং হয়েছে ১৮৩০২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৭৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৯০৫৫। এদিন ৬৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২৯০৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন বেড়ে হয়েছে ৩৭১৫৮। হাওড়ায় আক্রান্ত ৩৫৭৬৪। এদিন আক্রান্ত হয়েছেন ১৭ জন। হুগলিতে ৩ জন বেড়ে আক্রান্ত ২৯৬১২ জন।

More CORONAVIRUS News