রেকর্ডের সামনে রুট
ভারত-ইংল্যান্ড শেষবার মোতেরায় টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। সেবার চেতেশ্বর পূজারার দ্বিশতরানের সুবাদে ভারত ৯ উইকেটে জয় পেয়েছিল। তবে ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবার নিশ্চিতভাবেই তার মধুর প্রতিশোধ নিতে চাইছেন। সিরিজ এখন ১-১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এই টেস্টের ফলের দিকে তাকিয়ে দুই দলই। ইংল্য়ান্ডকে আশা জিইয়ে রাখলে জিততেই হবে। আর জিতলে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক হয়ে যাবেন রুট। মাইকেল ভনের মতো রুটের অধিনায়কত্বেও ২৬টি টেস্ট জিতেছে ইংল্যান্ড। রুট মোতেরায় ৪৯ ও ৫০তম টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন। জিতলেই টপকে যাবেন ভনের রেকর্ড।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড দলে আসছে পরিবর্তন। জনি বেয়ারস্টো আসায় মিডল অর্ডারে রুটের উপর চাপ কমতে পারে। জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার ভারতীয় ব্যাটসম্যানদের বেগ দিতে থাকবেন প্রথম একাদশে। অ্যান্ডারসন আবার এসজি-র গোলাপি বল পেয়ে উল্লসিত। কারণ, এই বলের সঙ্গে নাকি ডিউকস বলের মিল আছে। ডম বেস ও ক্রিস ওকসের মধ্যে লড়াই প্রথম এগারোয় জায়গা পাওয়ার। তবে দেশে ফিরে যাওয়ার আগে ওকসকে গোলাপি বলের টেস্টে সুযোগ দেওয়া হতে পারে। ফলে ওপেনিংয়ে ডম সিবলি, জ্যাক ক্রলি, এরপর বেয়ারস্টো, রুট, স্টোকস ও পোপ। উইকেটকিপার ফোকসের পর বেস বা ওকস, আর্চার, লিচ ও অ্যান্ডারসন, এমনটাই হতে পারে ইংল্যান্ডের প্রথম এগারো।
প্রথম একাদশে উমেশ ফেভারিট
গোলাপি বলের টেস্টে ভারত নামতে পারে তিন পেসার ও দুই স্পিনারে। ফলে কুলদীপ যাদবের বাইরে যাওয়া নিশ্চিত। স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল থাকছেন। হার্দিক পাণ্ডিয়া চেন্নাই থেকেই গোলাপি বলে অনুশীলন করলেও প্রথম একাদশে আসা কঠিন। মহম্মদ সিরাজকে জায়গা ছেড়ে দিতে হবে জশপ্রীত বুমরাহ-র জন্য গোলাপি বলে ইশান্ত শর্মা, বুমরাহ-র সঙ্গী হওয়ার নিরিখে উমেশ যাদব এগিয়ে। এক্ষেত্রে তাঁর পক্ষে থাকছে ইডেন টেস্টে গোলাপি বলে দুরন্ত বোলিং করা। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিল। এরপর একে একে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও জশপ্রীত বুমরাহ।
ইশান্ত নিয়ে বিরাট
ইশান্ত শর্মা শততম টেস্ট খেলছেন, এটা সবচেয়ে আনন্দ দিচ্ছে তাঁর দীর্ঘদিনের রুমমেট বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাট বলেন, এভাবে এতো বছর ফিটনেস ধরে রেখে শততম টেস্ট খেলা বিশাল ব্যাপার। ব্যাটসম্যানদের ১৫০ টেস্ট খেলার সামিল। সীমিত ওভারের ক্রিকেট বেশি না খেলে টেস্টে মনোনিবেশ করে গিয়েছেন ইশান্ত। আমরা দুজনেই রাজ্য দলের হয়ে একসঙ্গে খেলা শুরু করি। দীর্ঘদিন রঞ্জি-সহ বিভিন্ন টুর্নামেন্টে রুমমেট ছিলাম। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার কথা দুপুরে ঘুমিয়ে থাকা ইশান্তকে ধাক্কা দিয়ে তুলে আমিই দিয়েছিলাম। তাঁর শততম টেস্টে থাকতে পেরে তাই ভালো লাগছে। আমি কী চাই তা বুঝতে ইশান্তের অসুবিধা নয়। কঠোর পরিশ্রমী, খেলার প্রতি অত্যন্ত সৎ। ইংল্যান্ডকে ভাঙতে ইডেনে গোলাপি বলের টেস্টের নায়ককেই ফের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান বিরাট।