'কাট' ও 'ছাঁট' এর দ্বন্দ্ব
ডানলপের মাঠে মোদীর হেলিপ্যাড তৈরির জন্য গাছ ছাঁটা হয়েছিল নাকি গাছ কাটা হয়েছিল, তা নিয়ে সাহাগঞ্জে বিজেপির বিরুদ্ধ সরব তৃণমূল। তৃণমূল বিজেপির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ এনে সেখানে বৃক্ষরোপন শুরু করে দেয়। তৃণমূলের অভিযোগ ডানলপ এস্টেটের বহু প্রাচীন গাছ মোদীর সভার জন্য বিনা অনুমতিতে কেটে ফেলেছে বিজেপি।
বিজেপির দাবি
এদিকে গেরুয়া ক্যাম্পের দাবি তারা গাছ ছেঁটেছেন। কিন্তু গাছ কাটেননি। গাছ কাটা বিতর্ককে কেন্দ্র কে তৃণমূল পারদ চড়াতেই বিজেপির দাবি, মোদীর সভায় লোক সমাগম দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তাই এমন প্রসঙ্গ তোলা হচ্ছে। বিজেপির বক্তব্য,' ওজের লোকজনই ১০ বছরে সবচেয়ে বেশি গাছ কেটে পুকুল ভরাট করে পরিবেশের ক্ষতি করেছে। ডানলপ কারখানা চুরি করে বেচে দিয়েছে। '
'মোদী এলে ধ্বংস , দিদি এলে সৃষ্টি'
এদিকে, হুগলি জুড়ে তৃণমূল বিজেপিকে টার্গেট করে নয়া পোস্টারে ছয়লাপ করেছে। তৃণণূলের পোস্টারে লেখা থাকছে 'মোদী এলে ধ্বংস , দিদি এলে সৃষ্টি'। এই ব্যানারে মমতার সভার আগে হুগলি জুড়ে মিছিল করতে দেখা গিয়েছে তৃণমূলকে। এবার অপেক্ষা ডানলপের মাঠে নেমে রাত পোহালেই মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন।
স্থান এক , নেতৃত্ব আলাদা
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ডানলপে সভা করবেন। বন্ধ ডানলপের মাঠে এর আগে ২২ ফেব্রুয়ারি সভা থেকে বাংলার শিল্প নিয়ে মমতাকে খোঁচা দিয়েছেন মোদী। সভায় জমায়েত দেখে সভা শেষে স্থানীয় বিজেপি সাংসদ লকেটের প্রশংসাও করে যান প্রধানমন্ত্রী। এরপর মমতার সভায় জনসমাগমের চ্যালেঞ্জ তৃণমূলের সামনে। পাশাপাশি বন্ধ হয়ে থাকা ডানলপ কারখানা সংলগ্ন এলাকা থেকে শিল্প নিয়ে পাল্টা মমতার বার্তার দিকে তাকিয়ে হুগলি, তাকিয়ে বাংলা।