ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের দামামা বেজে গিয়েছে। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যচে শেষ হাসি কোন শিবির হাসে, সে তো সময় বলবে। তার আগে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করা এবং উইকেট নেওয়া ক্রিকেটার ও দলের তালিকা সহ অন্যান্য পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
১) শুরু থেকে এখনও পর্যন্ত বিশ্বে ১৫টি দিন রাতের টেস্ট খেলা হয়েছে।
২) দুটি দিন রাতের টেস্ট খেলেছে ভারত। ঘরের মাঠে জিতলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে গোলাপী বলের টেস্ট হারতে হয়েছে বিরাট কোহলিদের।
৩) তিনটি গোলাপী বলের টেস্ট খেলেছে ইংল্যান্ড। ১টি ম্যাচ জিতেছে এবং ২টি হেরেছে।
৪) টসে জেতা দল মোট আট বার দিন রাতের টেস্ট জিতেছে।
৫) বিশ্বে সবচেয়ে বেশি দিন রাতের টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। মোট আটটি গোলাপী বলের পাঁচ দিনের ম্যাচ জিতেছে অজি শিবির। সবকটি ফলাফলই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে।
৬) দিন রাতের টেস্ট জয়ের নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত তিনটি গোলাপী বলের ম্যাচ খেলেছেন কুমার সাঙ্গাকারার দেশ। দুটিতে তারা জয় হাসিল করেছে।
৭) দিন রাতের টেস্টে সবচেয়ে কম স্কোর রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। গত বছরের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপী বলের ম্যাচের তৃতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা।
৮) দিন রাতের ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান এসেছে অস্ট্রেলিয়া শিবিরের তরফ থেকে। ২০১৯ সালের নভেম্বরে অ্যাডিলেডেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫৮৯ রান তুলেছিল অজি শিবির।
৯) পেসারদের মধ্যে গোলাপী বলের টেস্টে সর্বাধিক উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাঁর উইকেট সংখ্যা ৪৬ (৮ ম্যাচ)।
১০) স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ২৯টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন (৮ ম্যাচ)।
১১) দিন রাতের টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এই ফর্ম্যাটে ৬টি ম্যাচ খেলে ৫৯৬ রান এসেছে অজি ওপেনারের ব্যাট থেকে।
১২) গোলাপী বলের টেস্টে ২৬৩ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ২১৪ রান করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৪টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ১১টি উইকেট নিয়েছেন ভারতের উমেশ যাদব।