প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরকে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, আসলে মোদী দেখতে আসছেন বাংলায় কী বেচা যায়। সেজন্যই তিনি বারবার আসছেন বাংলায়। বীরভূমের মুরারইয়ের সভা থেকে অনুব্রত কটাক্ষ করেন মোদীকে। এদিন হুগলিতে সভা করেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী একুশের নির্বাচনের প্রাক্কালে বঙ্গ সফরে আসছেন ধারাবাহিক। এদিন তিনি হুগলিতে সভা করেন। সেখান থেকেই ভার্চুয়াল উদ্বোধন করেন দক্ষিণেশ্বর মেট্রোর। আর প্রধানমন্ত্রীর এই সফর নিয়েই তুলোধনা করেন অনুব্রত মণ্ডল। মুরারইয়ের সভা থেকে তিনি বলেন, সব বিক্রি করার মতলব। এর আগে হলদিয়ায় এসেছিলেন সেটাও বিক্রির জন্য। বারবার আসছেন আর দেখছেন কী কী বিক্রি করা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিশ্বভারতীয় উপাচার্যকে বেনজির আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বিশ্বভারতীর উপাচার্য পাগল, বিজেপির দালাল। রবীন্দ্রনাথকে অপমান করার অধিকার কারও নেই। আমার মনে হয়, বিশ্বভারতীর ছাত্রদের উচিত উপাচার্যকে ঘাড় ধরে বের করে দেওয়া। প্রয়োজনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।