লাভ জেহাদকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিছুই করেনি কেরল সরকার
এদিন উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনে যোগী আদিত্যনাথ বলেন, আমার রাজ্য তো লাভ জেহাদকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আইন এনেছে। জোর করে ধর্মান্তরিত করা নিয়ে আমাদের সরকার কঠোর। কিন্তু যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, কেরল সরকার এই বিষয়ে কোও পদক্ষেপই নিচ্ছে না।
কেরলে বিজেপির 'বিজয় যাত্রা'র সূচনা
রবিবার কেরলে বিজেপির 'বিজয় যাত্রা'র সূচনা করতে সেরাজ্যে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি রাজ্যের সরকারকে আক্রমণ করেছিলেন। বাংলার পাশাপাশি কেরলেও এপ্রিল-মে নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেখানেই তাই 'পরিবর্তন যাত্রা'র আদলে 'বিজয় যাত্রা' করছে বিজেপি। কেরলে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।
'ধীরে ধীরে মুসলিম রাজ্যে পরিণত হবে'
রবিবার যোগী আদিত্যনাথ বলেন, '২০০৯ সালে কেরল হাইকোর্ট বলেছিল যে লাভ জেহাদের জেরে কেরল ধীরে ধীরে মুসলিম রাজ্যে পরিণত হবে। কিন্তু হাইকোর্টের এই বক্তব্যের পরও কেরলের বাম সরকারের টনক নড়েনি। তারা এই বিষয়ে কোনও পদক্ষেপই নিচ্ছে না। কিছুই করছে না তারা।'
কেরল সরকারের কোভিড নীতি নিয়ে প্রশ্ন তোলেন যোগী
পাশাপাশি এদিন কেরল সরকারের কোভিড নীতি নিয়েও প্রশ্ন তোলেন যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেন যে কেরল সরকারের ব্যর্থতার জেরেই সেরাজ্যে সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। পাশাপাশি যোগী আদিত্যনাথ এও দাবি করেন যে তাঁর সরকার উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ ঠেকাতে খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে।