সোনার দাম ২২ ফেব্রুয়ারি সামান্য বাড়ল! কলকাতায় দর একনজরে

ক্রমাগত কমতির মধ্যে থেকে যাচ্ছিল সোনার দাম। গত সপ্তাহে এর উল্লেখযোগ্য পতনের ট্রেন্ড বাজারকে হতাশ করেছে। তবে এই সপ্তাহের শুরু থেকেই সোনা সামান্য একটু মাথা তুলে দাঁড়িয়েছে। সোনার দাম ২২ ফেব্রুয়ারি কত দাঁড়িয়েছে দেখা যাক।

সোনার দাম ২২ ফেব্রুয়ারি

সোনার দাম ২২ ফেব্রুয়ারি দাঁড়িয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে ৪৬,২৮৭ টাকা। শতাংশের বিচারে সোনার দাম বেড়েছে ০.১৯ । ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ৯০ টাকা বেড়েছে। এদিন সোনার দাম ৪৬ হাজারের গণ্ডি পার করলেও, বিশেষজ্ঞদের মতে, সোনার দাম নামতে শুরু করবে, আর তা ৪৫ হাজার টাকার ঘরে যেতে পারে।

রুপোর দাম

এদিকে, ১ কেজিতে এদিন রুপোর দাম ০.৫৬ শতাংশ নেমেছে। ফলে রুপোর দাম কেজি প্রতি ৩৮৮ টাকা কমেছে। ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯,৪০০ টাকা।

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম কলকাতা দাঁড়িয়েছে ৪৫,৫৭০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম এদিন হয়েছে, ৪৮,৩২০ টাকা।

অন্যান্য় শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৭৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৭৬০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৪৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৪৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৫,৪১০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯, ৫৩০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

দিল্লির কৃষক আন্দোলন, কেন্দ্রের অনড় মনোভাবের জেরে তিন মাসে প্রাণ হারালেন ২৪৮ জন কৃষক

More GOLD News