বাংলার উন্নয়নই তুরুপের তাস, রাজ্যে পা রাখার আগেই একাধিক প্রকল্প নিয়ে টুইট মোদীর

একুশের ভোটের বালাই। নিজেেদর বাংলার সঙ্গে একাত্ম প্রমাণে মরিয়া হয়ে উঠেেছেন মোদী-শাহ-নাড্ডা। ফের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী। সরকারি প্রকল্পের উদ্বোধনের কর্মসূচির পাশাপাশি থাকছে রাজনৈতিক কর্মসূচিও। ২০০ আসনের টার্গেট পূরণে বাংলার উন্নয়নকেই হাতিয়ার করেছে বিজেপি। তাই বাংলায় ফের পা রাখার আগেই বাংলাতেই টুইট করলেন রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের তালিকা। শুধু নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের উদ্বোধন নয়। সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।

ফের রাজ্যে মোদী

বাংলার ভোটের টার্গেট কয়েক সপ্তাহের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের উদ্বোধনই মূল কর্মসূচি হলেও এর অম্তরালে রয়েছে একাধিক রণকৌশল। এবার হুগলিকে নজরে রেখেছে বিজেপি। সেকারণেই দক্ষিনেশ্বর-নোয়াপাড়া মেট্রো স্টেশনের উদ্বোধনের মঞ্চ থেেক একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন মোদী। তার তালিকা নিয়েই টুইট করে প্রকাশ করেছেন। সেটাও আবার বাংলায়। বাংলার সঙ্গে নিজেদের একাত্ম প্রমােণ এবার বাংলা ভাষার আশ্রয় নিতে শুরু করেছেন বিজেপি নেতারা।

টার্গেট বাংলা

বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। সেকারণেই বারবার মোদী-শাহ-নাড্ডাদের বাংলা সফর। এক মাসে একাধিকবার বাংলা সফরে আসছেন মোদী-শাহরা। সোমবার নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের উদ্বোধনের পাশাপাশি একাধিক প্রকল্পের সূচনা করবেন মোদী। সবগুলিই শিল্প কেন্দ্রীক। মূলত শিল্পকে টার্গেট করেই বাংলার উন্নয়নের তাস খেলতে চাইছে বিজেপি। তাই প্রকল্পগুলির সূচনার আগেই তার তালিকা একেবারে বাংলায় লিখে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী।

নজরে হুগলি

আজ হুগলির সাহাগঞ্জে সভা করবেন প্রধানমন্ত্রী। হুগলি মূলত কৃষি ও শিল্প কেন্দ্রিক জেলা। একদিকে যেমন কৃষি প্রধান অঞ্চল রয়েছে অন্যদিকে শিল্পও রয়েছে এই হুগলি জেলাতেই। আবার তৃণমূলের ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলনও হয়েছে এই হুগলি জেলাকে কেন্দ্র করেই। এই হুগলিতেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। সিঙ্গুরের মানুষই বিদ্রোহী হয়ে উঠেছে। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি। তাই সাহাগঞ্জে মোদীর সভার দিকে নজর রয়েছে হুগলিবাসীর। সেই সভা থেকে বাংলার শিল্প নিয়ে কী বার্তা দেন তিনি সেদিকেই নজর রয়েছে।

চাপ বাড়ছে তৃণমূলে

কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠিয়েছে সিবিআই। এই নিয়ে গতকাল থেকে চরম উত্তেজনা রয়েছে শাসক দলের অন্দরে। আজ ফের েই নিয়ে তৎপর হতে পারে সিবিআই। তারই মাঝে শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে দুই দলের মধ্যে রাজনৈতিক চাপান উতোর তৈরি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে আজ ফের রুজিরাকে নোটিস দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই সূত্রের খবর।

More NARENDRA MODI News