ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে অন্তর্ভূক্ত পেসার উমেশ, উতরে গেলেন ফিটনেস টেস্ট

অবশেষে চোট সারিয়ে মূলস্রোতে ফিরলেন উমেশ যাদব। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের জন্য ফাস্ট বোলারকে ভারতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিজেকে ফিট প্রমাণ করার পরই এই সুযোগ পেয়েছেন উমেশ। আগামী বুধবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবদের মোতেরায় শুরু হতে চলা দিন-রাতের টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দিল্লির অভিজ্ঞ ফাস্ট বোলারকে রাখা হবে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

ফিটনেস টেস্টে উতরে গেলেন উমেশ

আগামী বুধবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি যে মাঠে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই গত রবিবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি উমেশ যাদবের ফিটনেস টেস্ট হয়। সেই পরীক্ষায় পাস করে যান ভারতীয় ফাস্ট বোলার। তাই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী দুটি টেস্ট ম্যাচে উমেশকে ভারতীয় দলে অন্তর্ভূক্ত করেছেন নির্বাচকরা।

বাদ শার্দুল ঠাকুর

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি টেস্টের জন্য ভারতীয় দলে চোট সারিয়ে ফেরা উমেশ যাদবকে অন্তভূক্ত করা হয়েছে। পরিবর্তে দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বোলিং করা শার্দুল ঠাকুর।

উমেশের চোট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে দ্বিতীয় টেস্ট চালাকালীন পায়ে চোট পান উমেশ যাদব। মেলবোর্ন টেস্ট কোনওমতে শেষ করে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় ফাস্ট বোলার। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশন হয় উমেশের।

চোটে জর্জর টিম ইন্ডিয়া

উমেশ যাদব চোট সারিয়ে বাইশ গজে ফিরলেও ভারতের আরও এক দাপুটে ফাস্ট বোলার মহম্মদ শামির আঘাত পুরোপুরি সেরে ওঠেনি বলে বিসিসিআই সূত্রে খবর। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে তাঁর রিহ্যাবিলেশন চলছে।

More INDIA VS ENGLAND 2021 News