তৃণমূলের প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য অবারিত দ্বার! বায়োডাটা গ্রহণের কাজ কীভাবে শুরু হল

এমন ঘটনা বিহার নির্বাচনের সময় শোনা গিয়েছিল। যখন আরজেডি প্রধান লালুপ্রসাদ দলের প্রার্থীপদে ইচ্ছুকদের জন্য সিভি (কারিকুলাম ভিটাএ ) পাঠানোর প্রক্রিয়া চালু করেন। তারপর সেই ট্রেন্ড গিয়ে পড়ে দাক্ষিণাত্যের রাজনীতিতে। এবার খোদ বাংলার বুকে আবেদন করে পেতেই পারেন দিদির আশীর্বাদধন্য তৃণমূলের প্রার্থীপদ! অন্তত ইচ্ছুকদের জন্য এবার মমতা শিবিরে অবারিত দ্বার। 'নিউজ এইট্টিন বাংলার' এক এক্সক্লুসিভ খবরে এমনই তথ্য দেওয়া হয়।

চালু ড্রপ বক্স

কলকাতার তৃণমূল ভবনে বসল ড্রপবক্স। সেখানে আবেদন করলে পেতেই পারেন একুশের ভোটে তৃণমূলের প্রার্থীপদ! এবার থেকে এই ড্রপ বক্সের ঠিকানায় আবেদন পত্র এলেই তা বিচার্য হয়ে উঠতে পারে দলের কাছে। অন্তত এমনই খবর উঠতে শুরু করেছে।

প্র্রর্থী বাছাই ঘিরে কেন এমন স্ট্র্যাটেজি?

সূত্রের খবর, এই ড্রপ বক্সে বায়োডাটা পাঠাতে হবে ইচ্ছুককে। তারপর তা থেকে বিবেচনা করবে দল, যে কাকে প্রার্থীপদ দেওয়া যেতে পারে। মূলত , তৃণমূলের দাবি, নিজেদের স্বচ্ছ্বতার জায়গাটি ধরে রাখতেই প্রার্থীপদ নিয়ে এমন চমকপ্রদ উদ্যোগ মমতা শিবিরের। যেখানে বিজেপি বারবার বলছে যে তৃণমূল দুজনের পার্টি, সেই জায়গা থেকে বিজেপির দাবিকে ভেঙে দিতেই কার্যত তৃণমূল নিজের গণতানন্ত্রিক ভিত্তিকে তুলে ধরতে চাইছে।

সাবধানী তৃণমূল

দলের মধ্যে যেভাবে বিদ্রেহ, বিক্ষোভ ও দলত্যাগের হিড়িক তৃণমূল দেখেছে , তাতে এবার একুশের ভোটে যে তৃণমূল সাবধানী হবেই তা আগেই ইঙ্গিত মিলেছে ঘাসফুল শিবির সূত্রে। সেই জায়গা থেকে একাধিক ক্ষেত্রে প্রার্থীপদে চমক যে আসবেই তা বলা বাহুল্য।

কোন কোন মানদণ্ড ও বন্ড

মূলত, স্বচ্ছ্ব ভবমূর্তি, মানুষের জন্য কাজে আগুয়ানস কর্মঠ ও রাজনীতিতে প্রবেশে ইচ্ছুকদের জন্যই এমন রাস্তা খুলে দিয়েছে তৃণমূল। তবে সর্বোপরী তৃণমূল ও দিদির প্রতি অগাধ আস্থা ও ভালোবাসা থাকাটাও জরুরি এক্ষেত্রে। এজন্য বন্ড বা নগদ জমা দেওয়া যাবে বলেও জানা যাচ্ছে।

দক্ষিণি ট্রেন্ড রাজ্যে

এদিকে , দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গায় একুশের ভোটের আগে এআইএডিএমকে ও কমল হাসানের পার্টির তরফে এমনই আবেদনের মাধ্যমে প্রার্থী বাছাই চলছে। সেখানে ফর্মের দাম ধার্য করে দেওয়া হচ্ছে। সেই ফর্ম ফিল আপ করেই প্রার্থী পদের জন্য আবেদন করা যাচ্ছে।

রাজনৈতিক প্রতিহিংসা বলছেন সৌগত, মুকুল, শুভেন্দু কেন গ্রেফতার নয়, প্রশ্ন কুণালের

More TMC News