পরিবর্তন যাত্রায় ‘আক্রান্ত’ দিলীপ, দোষীদের কড়া শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি প্রতাপের

সময় যত গড়াচ্ছে ততই নির্বাচনী হাওয়ায় তপ্ত হয়ে উঠছে বাংলার মাটি। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলার মাটিতে পা রেখেছে ১৩ কোম্পানি সিআরপিএফ। এদিকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গতকালই উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাটের মালঞ্চ। বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় গোটা এলাকায়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে মিনাখা বাজারে বোমাবাজির অভিযোগও ওঠে। আক্রান্ত হন খোদ দিলীপ ঘোষ। এবার তা নিয়েই সরব হলেন বাংলার পদ্ম শিবিরের অন্যতম প্রধান মুখ তথা বঙ্গ বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, মিনাখার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে তিনি ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে। লিখলেন চিঠিও। এমনকী এই ঘটনায় অভিযোগ 'তৃণমূল আশ্রিত' দুষ্কৃতিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচন যাতে শান্তি পূর্ণ প্রক্রিয়ায় হয় সেই জন্য কেন্দ্রের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি বাংলার শাসকদল তৃণমূলের তরফে।

এদিকে রাজ্যে পা রাখার পরেই কাজ শুরুব করে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর নির্বাচনী এলাকার নৈহাটি, ভাটপাড়া এলাকায় সিআরপিএফ জওয়ানেরা রুট মার্চ করেন বলে জানা যাচ্ছে। এদিকে বাংলার পাশাপাশি কেরল, তামিলনাড়ু, পদুচেরি, অসমের আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে এদিনই দিল্লিতে উচ্চ পর্যায়ের দলীয় বৈঠকে বসেছেন বিপির শীর্ষ নেতারা। রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের এই বৈঠকের সভাপতিত্ব করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বাড়িতে বসে নাকি লুডো খেলবে তৃণমূল! চাঞ্চল্যকর মন্তব্য বিজেপি নেতার

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News