'যাঁরা তৃণমূলকে ভোট দেবেন না, বাড়িতে শুয়ে থাকবেন', প্রকাশ্যে দলীয় নেতার বক্তব্য নিয়ে মমতা শিবিরের কোন বার্তা

প্রকাশ্য জনসভায় হাতে মাইক নিয়ে তিনি অকপটে বলে যাচ্ছেন যে বুথে আধাসামরিক বাহিনী থাকবে, 'আর আমাদের ছেলেরা মাঠে থাকবে'। ভাঙড়ের তৃণমূলের নেতা মুদাস্সররের এই বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্যরাজনীতি। ভোটের আগে এই বক্তব্য সামনে রেখে সমালোচনার ঝড় তুলেছে বাম বিজেপি। এমন এক অবস্থায় তৃণমূল নেতার বক্তব্যের প্রেক্ষিতে দল কী বলছে দেখা যাক।

'খেলা হবে বিরোধীশূন্য'

ভাঙড়ে তৃণমূলের কর্মিসভায় দল পরিচালিক ভোগালি ২ নম্বর পঞ্চায়েত প্রধান মুদাস্সর হোসেন বলেছেন, ' এবার ভোটার হয়এছে ১৪,০০০। ১৪০০০ ই চাই। আর ১৪০০০ ই চাই। যত আধাসামরিক দেবে দিক। ভোগালিতে খেলা হবে বিরোধী শূন্য।' মঞ্চে তখন ভাঙড়ের আরও এক তাবড় নেতা আরাবুল ইসলাম। আর তাঁর সামনে এভাবে মুদাস্সারের বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

'তৃণমূলী লোক ছাড়া বুথে ভোট দিতে যেতে পারবেন না '

মুদাস্সারের সাফ বার্তা , 'তৃণমূলী লোক ছাড়া কেউ বুথে ভোট দিতে যেতে পারবেন না। বুথে আধা সামরিক বাহিনী পাহারা দেবে। আমাদের ছেলার মাঠে থাকবে।' দলের নেতার এমন এক বার্তা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছে বিজেপি। বিজেপির জয়প্রকাশ মজুমদারের দাবি, 'ভাইপো' অভিষেকের সুরেই সুর মিলিয়ে কথা বলছেন এই তৃণমূলের নেতা। বামেদের তরফেও তৃণমূলের চরম সমালোচনা করা হয়েছে এই মন্তব্যের জেরে।

'বাড়িতে শুয়ে থাকবেন'

'যাঁরা আমাদের ভোট দেবেন, তাঁরা ভোট দিতে যাবেন। যাঁরা তৃণমূলে বোট দেব না। তাঁরা বাড়িতে শুয়ে থাকবেন। এখানে এসে কোনও লাভ নেই। ' সোজাসুজি এমনই বার্তা শোনা গেল তৃণমূলের নেতা মুদাস্সারের কণ্ঠে।

'ভোকাল টনিক', দাবি তৃণমূলের!

এদিকে, দলীয় নেতার অহেন মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের তরফে কুণাল ঘোষ বলেছেন, ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতেই মুদাস্সার এমন 'ভোকাল টনিক' দিয়েছেন । মমতা যা কাজ করেছেন তাতে তাঁর ১০০ শতাংশ ভোট নিশ্চিত। আর এই ১০০ শতাংশ নিশ্চিত করতেই এমন কথা দলীয় নেত বলেছেন। তবে কুণাল ঘোষ জানিয়েছেন, 'একটু সংযত হলে ভালো হত।' তবে অবশ্যই সকলেই যে ভোট দিতে পারবেন, তার বার্তা দেন কুণাল ঘোষ

আসাদউদ্দিনের সভায় আব্বাস কি আমন্ত্রণ পাচ্ছেন না! বাম-কংগ্রেস জোট অঙ্কের মাঝে তুঙ্গে জল্পনা

More TMC News