বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাসদের দক্ষিণবঙ্গের জোট-জটের বরফ গলল! ২৮ এর ব্রিগেডের আগে কোন সমীকরণ

২৮ এ বামেদের ব্রিগেডে কি দেখা যাবে আব্বাস সিদ্দিকিকে? যেখানে কংগ্রেসের তাবড় নেতারাও থাকছেন বলে খবর। বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফএর জোট জট নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য। এরই মধ্যে হুগলির বৈদ্যবাটিতে তিন দলের নেতারা বসে একাধিক জল্পনার সমাধান সূত্র বের করেন। একনজরে দেখা যাক, সেই আলোচনা থেকে কোন কোন সমাধান সূত্র বেরিয়ে এসেছে।

দক্ষিণবঙ্গ ও জোটের অঙ্ক

গতরাতের বৈঠকের পর আইএসএফএর তরফে নৌসাদ বলেন, 'আমরা আলিমুদ্দিন স্ট্রিটে উত্তর ও দক্ষিণবঙ্গের তালিকা নিয়ে আলোচনায় বসেছিলাম। দক্ষিণবঙ্গের আসন নিয়ে আলোচনা প্রায় শেষ হয়ে এসেছে। আর কিছুটা বাকি। উত্তরবঙ্গ নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে। .. ৪৪,৯৭,২৯৪ আসনের কথা বলেছিলাম সময়ের পরিপ্রেক্ষিতে । এখন আলোচনা চলছে। বৃহত্তর স্বার্থে আসন ৪৪ এর নিচে নামতে পারে। আবার ৪৫ এর উপরে যেতে পারে।' জানা যাচ্ছে , যে দক্ষিণবঙ্গে ৮০ শতাংশের উপর আসনে রফাসূত্র বেরিয়েছে গতকাল হুগলির আলোচনায়।

জোট-জট ও উত্তরবঙ্গ

এদিকে,উত্তরবঙ্গে কংগ্রেসের সঙ্গে আইএসএফএর কিছু সমস্যা ছিল আসন বণ্টন নিয়ে। সেই জায়গা থেকে আসএসএফএর বেশ কয়েকটি আসনের দাবি মানতে চায়নি কংগ্রেস। তাই সিপিএমকে উত্তরবঙ্গে বাড়তি আসন ছাড়ার দাবি করেছে আইএসএফ। এই জায়গা থেকেই ফের একবার ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা থেকে যাচ্ছে বলে খবর।

বাম-কংগ্রেসের বার্তা

বামেদের তরফে মহম্মদ সেলিম জানান, ' আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আইএসএফ এই প্রথম সমঝোতায় এল। আমাদের দুপক্ষের জোটের ফর্মুলা মেনেই তৃতীয় পক্ষকে যুক্ত করা হয়েছে।' তিনি জানান, আরও কিছু দল আছে যাদের আসন ছাড়তে হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিষয়গুলি স্পষ্ট করে নেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে, কংগ্রেসের তরফে বার্তা আরও আলোচনা করতে হবে। এমনটা ভাবলে চলবে না যে, আজ করলাম আর কালই সব হয়ে যাবে। বা কাল বললাম পরশুই সব হয়ে যাবে। কারণ ২৯৪ আসন রয়েছে মাত্র, আসন তো আর বাড়ানো যাবে না। '

২৮ এর ব্রিগেডে কি আব্বাস থাকছেন?

২৮ এর ব্রিগেডে আব্বাস থাকছেন কি না, তা নিয়ে রয়েছে চরম জল্পনা। তবে এবিষয়ে নৌসাদ বলেন, 'আসন ভাগ নিয়ে আলোচনা চলছে। দু এক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তখন জানিয়ে দেওয়া হবে ব্রিগেডে কারা থাকবেন। '

More LEFT News