লা লিগায় হোঁচট খেল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ। খেতাবি দৌড়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ধরাছোঁয়ার বাইরে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। যদিও লেভান্তের কাছে ২ গোলে হেরে কিছুটা হলেও চাপে পড়ে গেল আতলেতিকো। খেতাব জেতার সুযোগ চলে এল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনেও।
২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম হোম ম্যাচে হারল আতলেতিকো। ৩০ মিনিটে মারিও হার্মোসোর আত্মঘাতী গোলের পর লেভান্তের দ্বিতীয় গোলটি করেন ডি ফ্রুটোস, তাও আবার দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে, ম্যাচের ৯৫ মিনিটে। ফলে ২৩ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট দাঁড়িয়ে রইল ৫৫-তেই। শেষ চারটি লা লিগা ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুইয়েছে রোজিব্ল্যাঙ্কোরা। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আজ কাদিজকে হারালে ২৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্টও হবে ৪৯। এরপর এলচেকেও হারালে আতলেতিকোকে পয়েন্টের বিচারে ধরে ফেলবেন মেসিরা, তবে একটি ম্যাচ বেশি খেলে। যদিও এই পরাজয়ে আতলেতিকোর চাপ নিশ্চিতভাবেই বাড়ল, কারণ রিয়াল ও বার্সা দুই দলই হঠাৎ চলে আসা সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাইবে।
চেলসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেই লা লিগায় আতলেতিকোকে খেলতে হবে ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক ও গেটাফের বিরুদ্ধে। বার্সা অবশ্য সুবিধানজনক জায়গায় থাকছে। কারণ কোয়েম্যানের দল লা লিগায় আগামী ৫টির মধ্যে ৩টি ম্যাচ খেলবে নিজেদের মাঠেই, পয়েন্ট তালিকায় নীচের দিকে থাকা কাদিজ, এলচে ও হুয়েস্কার বিরুদ্ধে। সেভিয়া ও ওসাসুনার বিরুদ্ধে মেসিদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে।
রিয়াল ভ্যালাদলিদকে ১ গোলে হারিয়ে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই আতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে আটলান্টা ম্যাচ খেলে ৩ মার্চ লা রিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপর ৭ মার্চ রিয়াল-আতলেতিকো ম্যাচের দিকেই থাকবে সকলের নজর।