কংগ্রেস নেতার হুমকি, অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন অমিতাভ বচ্চনের বাড়ির সামনে

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সুরক্ষার জন্য তাঁর মুম্বইয়ের বাংলো '‌জলসা’‌র সামনে মোতায়েন করা হল অতিরিক্ত নিরাপত্তারক্ষী। প্রসঙ্গত, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কেন কোনও প্রতিক্রিয়া নেই বলিউড তারকাদের, এ নিয়ে মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো তারকাদের। আর সেই কারণে বিপদ এড়াতেই অমিতাভের বাড়িতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। যদিও পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে এটুকু বলা হয়েছে এই নিরাপত্তা সাময়িককালের জন্য।

চলতি সপ্তাহেই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের চড়া মূল্যের বিরুদ্ধে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারদের মতো তারকারা এভাবে নিশ্চুপ থাকলে তাঁদের শুটিং ও সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। কংগ্রেস নেতা অভিযোগ জানিয়েছিলেন যে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালিন পেট্রোল–ডিজেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বলি তারকারা বহুবার সরব হয়েছেন। কিন্তু এবার ইউপিএ সরকারের চেয়েও দ্বিগুণভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে, অথচ উদাসীন বলি তারকারা। অমিতাভ বচ্চনও বারকয়েক পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধিতে তৎকালীন সরকারকে দায়ী করে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি একেবারেই মৌন। তাই কংগ্রেস নেতার টার্গেটে বলি অভিনেতারা।

এর ঠিক পরই মুম্বইয়ে বিগ বি–এর বাংলোর নিরাপত্তা ‌বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, শনিবার থেকেই জুহুতে 'জলসা’র সামনে আরও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। তবে কাদের নির্দেশে তাঁরা বিগ বি’র বাংলো পাহারা দিতে এসেছেন, সে সম্পর্কে মুখে কুলুপ তাঁদের।

রবিবার বিগ বসের গ্র‌্যান্ড ফাইনাল, এখনও ধোঁয়াশা এই শোয়ের পুরস্কারের অর্থ নিয়ে

More AMITABH BACHCHAN News